এক নজরে

বাইপ্যাক ভেন্টিলেশনে এখনো সঙ্কটজনক সৌমিত্র

By admin

October 13, 2020

কলকাতা ব্যুরো: শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখন বাইপ্যাক ভেন্টিলেশনে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা তথ্য বাঙালির আইকন সৌমিত্র চট্টোপাধ্যায়। কলকাতার মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে গত কয়েকদিন ধরেই চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার মস্তিষ্কের এমআরআই করা গিয়েছে। আজও ইসিজি সহ আরো কিছু পরীক্ষা করা হবে তাঁর। কাল আবার করা হবে করোনা পরীক্ষা। ১৬ জন চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা।

দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সৌমিত্র। বয়স ছাড়াও তাঁর কো-মর্বিডিটির অন্যান্য সমস্যাগুলিই বেশি ভাবাচ্ছে চিকিৎসকদের। ইতিমধ্যেই তাঁর প্লাজমা থেরাপিও করা হয়েছে। জানা গিয়েছে, গত রাতে ভালো ঘুম হয়েছে তাঁর। তবে তন্দ্রাচ্ছন্ন ভাব রয়েছে তাঁর। প্রথমে তাঁর চেস্টের সিটি স্ক্যান করা হলেও, মস্তিষ্কের এমআরআই করা যাচ্ছিলো না তাঁর। যদিও এখন তা করা গিয়েছে।