কলকাতা ব্যুরো: পুরুলিয়া জেলায় একাধিক পুলিশ কর্মী আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। জেলার জয়পুর থানায় একসঙ্গে দশজন পুলিশ কর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে দুজন অবশ্য সিভিক ভলান্টিয়ার। এছাড়াও পুরুলিয়া সদর থানায় এক মহিলা কনস্টেবলও কোভিড আক্রান্ত বলে খবর। জেলা পুলিশ সুপার এস সিলভামুরুগান বিষয়টি স্বীকার করে আক্রান্তদের সেফ হাউসে রাখার কথা জানিয়েছেন।
Previous Articleপুরসভার সাফাই কর্মীদের মাস্ক বিলি পুরপ্রধানের
Next Article অযোধ্যার ভূমি পুজোয় আমন্ত্রণ পেলেন না আডবাণী – যোশী
Related Posts
Add A Comment