দীঘায় সৌর বিদ্যুৎ উদ্যানের শিলান্যাস বিদ্যুৎ মন্ত্রীর

By admin

September 30, 2020

কলকাতা ব্যুরো: সৌর বিদ্যুৎ সৌর বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে রাজ্য সরকার। দীঘার মত পর্যটন স্থল এর পাশাপাশি আগামীতে মন্দারমনিতে নতুন সৌর বিদ্যুতের সাব স্টেশন তৈরি করা হবে। বৃহস্পতিবার দীঘার দাঁ দন পত্রবারে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরভ উদ্যান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। পূর্ব ভারতের বড় সৌর বিদ্যুৎ প্রকল্প এটি হতে চলেছে বলে তিনি এদিন দাবি করেন।এক প্রশ্নের উত্তরে এদিন বিদ্যুৎ মন্ত্রী বলেন রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে পরীক্ষা চলাকালীন যাতে বিদ্যুৎ পরিষেবা কোন রকম বিঘ্ন না ঘটে সে ব্যাপারে এখন থেকেই সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।বিদ্যুৎ মন্ত্রী দীঘার কাছে সৌর উদ্যান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে বলেন, পরীক্ষার সময় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য শিক্ষা দপ্তর অ্যাডভাইজারি জারি করেছে । এখন প্রাক পুজো কিছু রক্ষণাবেক্ষণের কাজ চলে, তা নিয়েও সর্তকতা অবলম্বন করা হবে।২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর উদ্যান প্রকল্প নিয়ে বিদ্যুৎমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রকল্প গড়ে তোলা হবে। পরবর্তী তে আরো ৭৫ মেগাওয়াট সংযুক্ত করা হবে। এই প্রকল্পের মোট খরচ ৭৫০ কোটি টাকা।যার মধ্যে জার্মানির কেএফডব্লিউ ব্যাংক ৬০০ কোটি টাকা ঋণ দিয়েছে। যা ১৫ বছরে নামমাত্র সুদে পরিশোধ করতে হবে। বাকি ১৫০ কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। এই প্রকল্পটির সম্পূর্ণ হতে সময় লাগবে দেড় বছর। পরিবেশবান্ধব এই প্রকল্পের মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ গ্রিডে দেওয়া হবে। সে জন্য মন্দারমণিতে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সংবহন নিগম এর উদ্যোগে একটি ১৩২ কেভি সাবস্টেশন তৈরি করা হচ্ছে ।