এক নজরে

#StockMarket : সামান্য রিট্রেসমেন্ট Share Market -এ

By admin

August 23, 2022

Mainak Sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

টানা বুল রানের পর গত সপ্তাহের বেশ কিছু দিন তার পর এই সপ্তাহের প্রথম দিনে সুস্থ মুনাফা তোলার প্রবণতা দেখা যাই শেয়ার বাজারে। তবে আজ আবার চাঙ্গা হতে দেখা যাই বাজারের দুই সূচককে , কারণ গত কয়েক দিনের তুলনায় আজ নিফটি বাড়ে ৮৭ পয়েন্ট বা ০.৫০ শতাংশ। বন্ধ হয় ১৭৫৭৭.৫০।

তথ্যপ্রযুক্তি ব্যতীত সব সেক্টরই পুনরুদ্ধারে করেছে । নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ সূচক প্রতিটি ১.১৪ শতাংশের বা ১০৬.১৫ পয়েন্ট বেশি বেড়েছে।

মার্কেটের এই মুনাফা তোলার কারণ সামান্য পরিমানে ডি আই আই বা দেশীয় বিনিয়োগ গুলির বাজারে বিনিয়োগ কম করা। ফলে নিফটির প্রদিনের চারটে ব্রদনিং ট্রেন্ড লাইন কে ব্রেক আউট দিলেও আবার নেমে আসে তার নিচে। যার কারণে ১৮০০০ কে ছুঁতে পাইনি। নিফটির প্রতিদিনের চারটে আজ বুলিশ ক্যান্ডেল দিয়েই শেষ হয় ও ১৭ ,৩৫০ স্তরে সমর্থন গ্রহণ করে এই বার লক্ষ যেটা হবে যদি এটি আসন্ন সেশনে সমর্থনকে সম্মান করে এবং ১৭ ,৭১০ এর উপরে বন্ধ হয়, ১৯ আগস্টের সর্বনিম্ন, তাহলে ঊর্ধ্বগামী যাত্রা অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে, সূচকটি ১৭ ,৬৯০ এবং ১৭ ,৭১০ এর মধ্যে বিদ্যমান বিয়ারিশ ব্যবধান পূরণ করার চেষ্টা করতে পারে এবং ১৭ ,৭১০ এর উপরে বন্ধ হওয়ার আশাবাদকে শক্তিশালী করতে পারে। যদি সূচকটি ১৭ ,৩৪৫ -এর নিচে বন্ধ হয়, তাহলে দুর্বলতা আবার শুরু হবে এবং নিচের দিকে ১৭ ,০০০ এবং ১৬ ,৯৫০ অঞ্চলে লক্ষ্যগুলি তে দেখা যেতে পারে ।

ইন্ডিয়া ভিআইএক্স, বাজারে প্রত্যাশিত অস্থিরতার পরিমাপক, ছিল ০ .০৬ শতাংশ থেকে ১৯ .০৫ মাত্রা। যা কূল ডাউনের সংকেত। অর্থাৎ এখনো রয়েছে সুইং বা অল্প দিনের বিনিয়োগের সুযোগ। সে ক্ষত্রে নিজরে থাকবে এফ সি এল ( ফিনোটিক্স কেমিক্যাল ) বাজার দর ২৬৫ লক্ষ হবে ২৭৫ দ্বিতীয় লক্ষ হবে ২৮৪ – ২৯০ সময় সীমা এক মাস।