এক নজরে

#StockMarket : সামান্য বুল রান !

By admin

June 20, 2022

Mainak Sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

গত সপ্তাহের ব্যাপক ধসের পর আজ সপ্তাহের শুরুতে হালকা উপরে বাজার সূচক। বি এস ই সেনসেক্স ২৩৭.৪২ বা .৪৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫১৫৯৭.৮৪ র ঘরে , যেখানে নিফটি ৫৬.৬৫ বা ০.৩৭ শতাংশ বেড়ে বন্ধ হয় ১৫৩৫০.১৫ ঘরে। মাত্রা তা খুব বেশি না হলেও হালকা বুল রানের দিকেই ছিল দুই সূচক।

মিশ্র বৈশ্বিক সংকেত থাকা সত্ত্বেও আজ দিনের শুরুতে ১৫,৩৩৪.৫০ দিয়েই শুরু করে নিফটি যা পরে ১৫ ,৩৮২ দিনের সর্বোচ্চ দরে পৌঁছায়। তার পরই অস্থিরতার কারণে দিনের সর্বনিম্ন ১৫ ,১৯১ দিকে গিয়ে সামান্য পার্শবর্তী হয়ে বন্ধ হয় ১৫৩৫০ র ঘরেই।

HUL, HDFC, অ্যাপোলো হসপিটালস, এশিয়ান পেইন্টস এবং আল্ট্রাটেক সিমেন্ট শীর্ষ নিফটি লাভকারীদের মধ্যে ছিল। ওএনজিসি, টাটা স্টিল, ইউপিএল, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ এবং কোল ইন্ডিয়াআজ বন্ধ হয় নিচের দিকেই। সেক্টরাল ফ্রন্টে, নিফটি এফএমসিজি সূচক প্রায় ২ শতাংশ, আইটি সূচক ০.৮ শতাংশ এবং ফার্মা সূচক ০.৩ শতাংশ বেড়েছে। মেটাল, অটো, এনার্জি এবং পিএসইউ ব্যাংক সূচক ০.৭৪ শতাংশ কমেছ।

মোট ৫০০ স্টক আজ তাদের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দরে পৌঁছায়, এদের মধ্যে রয়েছে আইওসি, হিন্দুস্তান জিঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, টাটা স্টিল, ওয়াকহার্ট, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, ডিশ টিভি ইন্ডিয়া, পিএনবি এবং আরবিএল ব্যাঙ্। দীর্ঘ দিনের চলে আশা বুল স্টক টাটা পাওয়ারও আজ নেমে আসে ২০০ নিচে, যা কিছু আরো অংশীদারিত্ব কিনে রাখার ভালো সুযোগ ।

তবে আজ সামান্য বুল রানের ফলে কি আবার ছন্দে ফিরবে কিনা বাজার তা বড়োই কঠিন প্রশ্ন। দুই সূচকেই বুলিশ ক্যান্ডেল হেমার বা হাতুড়ি তৈরী হলেও আজ দিনের সব থেকে নিচে যায় ১৫,১৯১ যা ইঙ্গিত করে যে এটি আগামী দিনে বাজারের জন্য একটি সমর্থন হিসাবে কাজ করবে। যদি সূচক এই স্তরটি ধরে রাখে তবে এটি ১৫ ,৬০০ পর্যন্ত উঠতে পার। আবার সেন্টিমেন্ট সূচক আর এস এই ইতিবাচক যা আরও কিছুটা পুনরুদ্ধারের ইঙ্গিত দেয।

কিন্তু অস্থিরতার সূচক ইন্ডিয়া ভিক্স ১.৫১ শতাংশ কম হয়ে দাঁড়ায় ২২.৪১ অর্থাৎ অস্থিরতা উচ্চ, যা একটি টানাটানির যুদ্ধে নিচের দিকে যাওয়ার ইঙ্গিত করে। তবে এই সপ্তাহে ১৫১৮১ র নিচে সূচক বন্ধ হলে যেতে পারে ১৪৯০০ দিকে। অপসন চার্টে তথ্য ইঙ্গিত করে যে নিফটির জন্য তাৎক্ষণিক ট্রেডিং রেঞ্জ হবে ১৫ ,১০০ -১৫ ,৭০০।

অন্যদিকে ব্যাঙ্ক সূচকেও শুরু হয় ইতিবাচক ভাবেই। ৩২৮৭৩ র ঘর থেকে শুরু হয় নিফটি ব্যাঙ্ক পরে ২৪০০ র কাছে সমর্থন পেয়ে ৫০০ পয়েন্টের গতি বেগে চলে যায় ৩৩০০০ যা পরে বন্ধ হয় ৩২৬৮৪র ঘরে।