কলকাতা ব্যুরো : শিলিগুড়ির সাফারি পার্ক এ তিনটি শিশু শাবকের জন্ম দিল বাঘিনী শীলা। আজ ধর্মাদেও রাই, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক-এর ডিরেক্টর এ কথা জানান। বেঙ্গল সাফারিতে এতদিন পর্যন্ত বাঘের সংখ্যা ছিল ৪। এবার টা বেড়ে ৭ এ গিয়ে দাড়ালো।
শিলিগুড়ি থেকে সাত কিমি দূরে বেঙ্গল সাফারির অবস্থান। মহানন্দা জঙ্গলের মধ্যেই বেঙ্গল সাফারি তৈরি হয় ২০১৬ সালে। ঘন সবুজ সালের জঙ্গল চারিদিকে। প্রায় ৭০০ একর জমি জুড়ে এই সাফারি অনেক পর্যটকদের কাছেই অজানা। এখানে বাঘ ছাড়াও হাতি, সম্বার, হরিণ, গন্ডার ইত্যাদি রয়েছে। রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি ও। বাঘের সংখ্যা বাড়ায় খুশী পর্যটক প্রেমী এবং পরিবেশ প্রেমীরা।