এক নজরে

রক্ত দিয়ে রোগী বাঁচালেন হাসপাতালের কর্মীরাই

By admin

August 18, 2020

কলকাতা ব্যুরো : অনেক অমানবিকতার মধ্যে মানবিকতার ছবি প্রকাশ্যে এলো। সৌজন্যে চার্ণক হাসপাতালের কর্মীবৃন্দ। সঞ্জয় হাজরা এই হাসপাতালে ভর্তি হন কোরোনা সংক্রমণ নিয়ে। কিন্তু ডাক্তার সপ্তর্ষি রায় চিকিৎসার সময় দেখেন অন্য হাসপাতালে ডায়ালাইসিস করার সময় তার একটা হাতের শিরা ছিড়ে গিয়ে সেখান দিয়ে রক্তপাত হচ্ছে। চটজলদি সিদ্ধান্ত নেন সপ্তর্ষিবাবু সেই হাত অপারেশন করার। কিন্তু অনেক রক্তের প্রয়োজন ছিল। রোগীর বাড়ি খবর পাঠিয়ে রক্ত জোগাড় করা সময়সাপেক্ষ। তাই সমস্ত হাসপাতালের কর্মীদের রক্ত দেবার কথা বলেন। সবাই একবাক্যে রক্ত দিতে রাজি। তাদের মধ্যে কয়েকজনকে বেছে নিয়ে বেশ কয়েক বোতল রক্ত দিয়ে রুগীর অপারেশন করে তাকে সুস্থ করে তোলেন হাসপাতালের ডাক্তার ও কর্মীরা। ঘটনাটি ঘটেছে চার্ণক হাসপাতালে। নৈতিকতা আর মানবিকতা যখন হারিয়ে যাচ্ছে তখন এমন ঘটনা সত্যিই বিরল।