এক নজরে

খুলেছে সিমলা, খুলছে মানালিও

By admin

August 26, 2020

কলকাতা ব্যুরো: দিন পনেরো আগেই খুলতে শুরু করেছে সিমলার হোটেলগুলো। ১ অক্টোবর থেকে মানালিও পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে মানালির হোটেল এসোসিযেশন। তবে হিমাচলের বাকি অংশগুলো কবে ফের পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে তা নিয়ে খানিকটা জটিলতা রয়েছে।তবে ট্রাভেল এজেন্টদের আশা, সিমলা, মানালি খুলে যাওয়ার পর হয়তো ডালহৌসি এবং ধরমশালাও খুলে যাবে। কারণ ওই দুই জায়গার যোগাযোগ ব্যবস্থাও ভালো। মেডিকেল সাপোর্ট ও মিলবে।

ছবি- সুব্রত দাশ

তবে হিমাচল পর্যটনের আরো দুই সেক্টর কিন্নর এবং স্পিতি ভ্যালি নিয়েই রয়েছে জটিলতা। কারণ নভেম্বর, ডিসেম্বর থেকেই বাকি হিমাচলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় স্পিতি ভ্যালির। ফের এপ্রিলে তা খোলে। ওই কয়েক মাস কার্যত বরফের মধ্যে বাংকার করেই বাস করেন স্থানীয় মানুষেরা। নভেম্বর থেকে বন্ধ হয়ে যায় কিন্নর ও। অক্টোবর থেকে ওই দুই এলাকা খুলে দেওয়া হলে মাস খানেক, দেড়েক পরই তা ফের বন্ধ করে দিতে হবে। ফলে ব্যবসা হবে বড়জোর মাস খানেকের। কিন্তু তার মধ্যেই যদি কারো করোনা ধরা পরে, তবে তার খেসারত দিতে হবে অনেক বেশি। এই পরিস্থিতিতে মাস খানেকের ব্যবসার জন্য এত বড় ঝুঁকি নিতে চাইছেন না ওই দুই সেক্টরের পর্যটন ব্যবসায়ী এবং হোটেল মালিকেরা।