এক নজরে

#StockMarket : Share Market ভিউ এবং বিনিয়োগ

By admin

July 15, 2022

Mainak sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

এখনো দুর্বল বৈশ্বিক সংকেত আবার ৪১ বছরের সর্বোচ্চ মার্কিন মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশের আগে এখনো সেরকম বুল রান হয়নি বাজারে। তবে বেশ কয়েক সমাবেশেই বাজারে (Share Market) বুল দেড় ফেরবার চেষ্টা থাকলেও তা আংশিক সফল হয়। আবার আজ সপ্তাহের শেষ দিনে ও আগামী সপ্তাহের শুরুর দিকে যদি নিফটি ১৬১০০ কে ধরে রাখতে পারে তবে উপর দিকে এগোতে পারে ১৬৪০০ র কাছে।

এই অবস্থায় পোর্টফলিওতে থাকতে পারে মৌলিক ভাবে শক্ত পোক্ত শেয়ার গুলি। আবার এই বাজার ওঠা নামাতে করা যেতে পারে লম্বা বিনিয়োগের এস এই পি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট।

পোর্টফলিও র প্রথম স্টক টাটা কেমিক্যালস। বর্তমান বাজার (Share Market) দর ৮৪৬ টাকা প্রায় ১২ মাসের ব্যবধানে যেতে পারে মৌলিক বা ফান্ডামেন্টাল লক্ষ ১১৭০। এই শেয়ার টি রাখার প্রধান কারণ কেবল ভারতের ই নয় ইউরোপ থেকে শুরু করে নর্থ আমেরিকা পর্যন্ত রাসায়নিক উৎপাদনে ছাপ ফেলেছে টাটা কেমিকাল। স্টক তার বুক ভ্যালুর ১ .১৭ গুণে ট্রেড করছে। কোম্পানি ৪২.৯১ % এর একটি সুস্থ লভ্যাংশ প্রদান বজায় রেখেছে। প্রতি কোয়াটার এ ই বেড়েছে প্রফিট। গত ১০ বছরের আর ও ই বা রিটার্ন ও ইকুইটি রয়েছে ১৫ শতাংশ।

পরবর্তী স্টক Affle India Ltd । Affle India হল একটি প্রযুক্তি কোম্পানী, যা এ আই বা আর্টিফিয়াল ইন্টেলিজেন্স র উপর কাজ করে। এই শেয়ার টি নজরে আসার কারণ এ আই ই হলো ভবিষৎ এবং কোম্পানিটি প্রায় ঋণমুক্ত । তাছাড়া কোম্পানির ইক্যুইটি (ROE) ট্র্যাক রেকর্ডে ভাল রিটার্ন রয়েছে: ৩ বছরের ROE ৩৪ .১৪ %। বর্তমানে রয়েছে ১০৭০ মৌলিক লক্ষ্য হবে ১২২০।

পোর্টফোলিও র শেষ স্টক কাজারিয়া সিরামিকস। বাড়তে থাকা প্রফিট স্টেটমেন্ট নজর করেছে এই কোম্পানি। তাছাড়া রয়েছে ভালো ডিভিডেন্ট। ভারতে সিরামিক/ভিট্রিফাইড টাইলসের বৃহত্তম প্রস্তুতকারক কাজারিয়া প্রায় ঋণমুক্ত । প্রোমোটার হোল্ডিং একই থাকলেও বেড়েছে ডি এই এই বা দেশীয় প্রতিষ্ঠান বিনিয়োগ। বর্তমানে ৯৮৬ টাকা হলেও এক বছরের বিনিয়োগে মৌলিক লক্ষ হবে ১০৯০।

পদ্ধতিগত বিনিয়োগ পরিকল্পনা বা এস ই পীর মাধ্যমে কেনা যেতে পারে এই তিন কোম্পানির শেয়ার গুলি । তবে তার আগে প্রয়োজন স্ব বিশ্লেষণ।