এক নজরে

#StockMarket : মার্কিন ফেডের ইতিবাচক হাত ধরে উপরে Share Market

By admin

August 11, 2022

Mainak Sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

মার্কিন বাজারের ইতিবাচক হাত ধরেই গ্যাপ আপ দিয়েই শুরু করে দুই বাজার সূচক। ৫১৫.৩১ পয়েন্ট বেড়ে আজ বি এস ই সেনসেক্স বন্ধ হয় ৫৯ ,৩৩২ .৬০ সেই সঙ্গেই ১২৪.২৫ পয়েন্ট বাড়ে নিফটি বন্ধ হয় ১৭৬৫৯।

মার্কিন কনসিউমার প্রাইস সূচকে ইতিবাচক সারা যা গত মাসের তুলনায় ১.৩ শতাংশ হরে কম হয়। ফলে সমান হলেও সুদের হরে ছাড় দিতে পারে মার্কিন ফেডারেল ব্যাঙ্ক। যার পরিণতি মার্কিন বাজারে ইতিবাচক সংকেত , সাথেই প্রধম অর্ধে অস্থিররা হলেও শেষের দিকে ইতিবাচকই শেষ করে ভারতীয় শেয়ার বাজার।

Axis Bank, Bajaj Finance, HDFC, Tech Mahindra, এবং TCS প্রধান নিফটি লাভকারীদের মধ্যে ছিল। আবার ক্ষতিগ্রস্থদের মধ্যে রয়েছে টাটা কনজিউমার প্রোডাক্টস, অ্যাপোলো হসপিটালস, আইটিসি, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ এবং এনটিপিসি। এফএমসিজি বাদে, নিফটি ব্যাঙ্ক, ইনফরমেশন টেকনোলজি এবং পিএসইউ ব্যাঙ্ক ২ শতাংশ পর্যন্ত যোগ করে। সেক্টোরিয়াল ফ্রন্টে নিফটি অটো ০.২২ শতাংশ কমে দাঁড়ায় ১২৯২৩ , নিফটি মেটাল কমে ০.০১ শতাংশ। অন্য সব সেক্টরাল সূচকগুলি সবুজ রঙে শেষ হয়েছে।

শপার্স স্টপ, ব্যাঙ্ক অফ বরোদা, সিমেন্স, টিভিএস মোটর কোম্পানি, করুর বৈশ্য ব্যাঙ্ক, জ্যোতি ল্যাবস, আইসিআইসিআই ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, আইশার মোটরস এবং কোল ইন্ডি সহ ১০০ টিরও বেশি স্টক, বিএসইতে তাদের ৫২ -সপ্তাহের উচ্চতা স্পর্শ করেছে।

কালকের মতনই প্রতিদিনের চার্টে আজ তৈরী হয় বেয়ারিশ হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। কিন্তু এত বেয়ারিশ সংকেতের পরও শেষমেশ বুলদের দখলেই বাজার , যার প্রধান কারণ মাকিন বাজারে মন্দ কম হয় ফলে ফেডারেল ব্যাঙ্কের আক্রমণাত্মক সুদের হার না বাড়ানোর ইঙ্গিত যা ভারত সহ এশিয়ার বাজার জুড়ে আশাবাদ ছড়িয়ে পড়ে যেখানে বিনিয়োগকারীরা ব্যাঙ্কিং, আইটি এবং রিয়েলটি স্টকগুলি লুফে নেয়।

গত কয়েক সেশনে অপরিশোধিত তেলের দর পতন এবং স্থানীয় শেয়ারে এফআইআই র কেনার ফলে ভারতীয় বিনিয়োগ স্বস্তি পেয়েছে। তবে নিফটি এখনো দাঁড়িয়ে রয়েছে তার প্রতিরোধ এলাকার কাছেই যা রয়েছে ১৭৭০০ , যদি তা ভাঙতে সমর্থ হয় তবে যেতে পারে ১৭৭৫০ বা বানাতে পারে যত্ন উচ্চতা। আবার ১৭৬০০ কে ধরে রাখতে না পারলে যেতে পারে ১৭৫৪০ বা ১৭৪৫০।

পজেটিভ সেটআপ যা কম দীনবের ক্ষত্রে ভালো বিনিয়োগ হতে পারে টাটা মোটোর্স্ স্টপ লস ৪৬৭ লক্ষ হতে ৫০০। অপসন বাই হেভেলস ১৩০০ পি এ ( পুট বাই ) লট ২৭ – ২৮ স্টপ লস ১৭ লক্ষ ৪৭।