এক নজরে

#StockMarket : বুলদের দখলের ইঙ্গিত Share Market

By admin

July 27, 2022

Mainak sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

মার্কিন ফেডারেল ব্যাংকার বৈঠকের পরে দুই দিনের ক্ষতির মাসুল তুলে আজ আবারো উর্দ্ধগামী দুই বাজার সূচক। বি এস ই সেনসেক্স একলাফে বাড়ে ৫৭৪ পয়েন্ট যা দিনের শেষে ৫৫৮১৬ র ঘরে শেষ হয় , আবার ১৫৭ পিন এ নিফটি বেড়ে দাঁড়ায় ১৬৬৪১। অর্থাৎ আবার বুল দেড় দখলে শেয়ার বাজার।

এই বেড়ে ওঠা কে নেতৃত্ব দেয় আইটি, ফার্মা সূচক ১-২ শতাংশ বেড়েছে। কিন্তু বিস্তৃত স্থানের প্রবণতা বেঞ্চমার্কের মতো ঠিক একই ছিল না। নিফটি মিডক্যাপ ১০০ সূচক ১ .১১ শতাংশ বেড়েছে এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক সমতল বন্ধ হয়েছে কারণ বাজারের খুব শক্তিশালী ছিল না। যেন এস সির চারটি পতনশীল শেয়ারের বিপরীতে প্রায় পাঁচটি শেয়ার অগ্রসর হয়েছে।

দুই সূচকের প্রতিদিনের চার্ট দেখলে প্রথমেই যেটা চোখে পড়বে চার্টে তৈরী হওয়া বুলিশ এনগাল্ফিং ক্যান্ডেল , যা আগের দিনের ক্ষতি বা রেড ক্যান্ডেল কে আবরণ করেছে। আবার এর পরেই চোখে পড়বে দুই সূচকই অবস্থান করছে তাদের ২০০ দিনের মুভিং এভারেজ র উপর। অর্থাৎ বাজার পুরোপুরো বুল দেড় দখলে। অন্য দিকে অস্থিরতার সূচক ইন্ডিয়া ভিক্স রয়েছে ১৮.১৩ যা বুলদের পক্ষেই।

নিফটি আজ সোজাসুজি ১৬৬৪১ দিয়েই শুরু করে। সূচকটি ধীরে ধীরে ১৬ ,৬৫৩ -এর একটি ইন্ট্রাডে হাই হিট করার শক্তি অর্জন করে। অবশেষে, সূচকটি ১৫৮ পয়েন্ট বেড়ে ১৬ ,৬৪২ -এ স্থির হয়। প্রযুক্তিগতভাবে বলতে গেলে, সূচকটি ১৬ ,৪৯০ এবং ১৬ ,৩৫৯ এর বুলিশ গ্যাপ এলাকায় কিছু বিক্রির প্রবণতার সম্ভাবনা ছিল কিন্তু পোস্ট-ফেড ইভেন্টে, যদি সূচকটি ক্লোজিং ভিত্তিতে ১৬ ,৩৫৯ লেভেলের উপরে টিকিয়ে রাখতে পারে তাহলে অবশেষে তার ২০০ -দিনের SMA এর দিকে প্রসারিত হবে যার মান ১৭ ,০৩৩ স্তরের কাছাকাছি রাখা হয়েছে। তা না হলে যেতে পারে ১৬১০০ দিকে।

তবে দুই সূচক থেকে একটু আলাদা শুরু হয় নিফটি ব্যাংকের। শুরুতে ৩৬ ,৩৭১ নেতিবাচক থাকে ব্যাঙ্ক নিফটি। পরে নিচে নেমে এলে ৩৬২৫০ র কাছে সমর্থন পেয়ে আবার ছোটে দিনের সর্বোচ্চ দর ৩৬৮০৮ র ঘরে , প্রায় ৩৭৫ পয়েন্ট বেড়ে শেষে বন্ধ হয় ৩৬৭৮৩ র ঘরে।

কয়েক মাসের বিনিয়োগের ক্ষত্রে পজেটিভ সেট আপ আছে ICICI ব্যাঙ্ক লক্ষ হবে ৮৩০। ইতিবাচক এশিয়ান পেইন্ট লক্ষ হবে ৩২৭৭। ওয়াচ লিস্টে রাখতে হবে মেরিকা লক্ষ হবে ৫৪০।