এক নজরে

#StockMarket : অস্থিরতা চরম ! উপরেই Share Market

By admin

June 27, 2022

Mainak Sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

গ্যাপ আপ দিয়েই শুরু হয় শেয়ার বাজারে (Share Market )। একদিনে ১৩২.৮০ পয়েন্ট বাড়ে নিফটি। বর্তমানে ১৫৮৩২ এর ঘরে সূচক নিফটি (NIFTY)। একদিনে ৪৩৩ পয়েন্ট বেড়ে ৫৩১৬১ র ঘরে দাঁড়িয়ে যায় বি এস ই (BSE) সেনসেক্স।

তবে গোটা দিনে অস্থিরতা ২১.০১ যা আগের থেকে ২.২১ শতাংশ হারে ইন্ডিয়া ভিক্স বাড়লেও আজ নিজেকে উপরে বন্ধ করে দুই সূচক। তার সাথেই নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ সূচকগুলি ১ শতাংশ এবং ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছ।

সূচক নিফটি ১৫৯০০ র জোনে নিজেকে আজ ধরে রাখতে পারেনি অর্থাৎ আগামী শেষণে ১৯০০ হতে পারে মূল প্রতিরোধ জোনে। সে ক্ষত্রে উপরে যেতে হলে ১৫৭০০ কে নিতে হবে সমর্থন হিসাবে , যেখানে ২০ দিনের গতির গড়ের রেখাও রয়েছে। আবার গতকাল যদি সূচকটি ১৫,৮০০ স্তরের নীচে চলে যায় তবে নিচের দিকে এগোলে যেতে পারে ১৫,৬০০ স্তরের দিকে।

তবে আগের থেকেই বাজার রয়েছে ওভার সোল্ড জোনে। সেই দিক দিয়ে বিচার করলে নিফটি তার ২০ -দিনের SMA এর উপরে বন্ধ হওয়া উচিত, যার মান প্রায় ১৫ ,৯৮৪ , এই ধরনের পরিস্থিতিতে, কেনার স্রোত থাকলে উপরে উঠলে যেতে পারে ১৬ ,১৭২ এর দিকে।

আবার একটি ইতিবাচক বন্ধের সাথে, অপসন ডেটা নির্দেশ করে যে সূচকটি আসন্ন সেশনে ১৫,৪০০ -১৬ ,২০০ রেঞ্জে ট্রেড করতে পারে আগামী কাল।

নিফটিকেই অনুসরণ করে আজ ব্যাঙ্ক নিফটিও গ্যাপ আপ দিয়েই শুরু করে। ৫০০ পয়েন্ট উপর দিয়ে শুরু করে নিফটি ব্যাঙ্ক। দিনের শুরু ৩৪১২৬ দিয়ে করলেও দ্বিতীয়ার্ধে প্রফিট বুকিং র ফলে সূচকটি ৩৩ ,৮১১ এ বন্ধ হয়েছে।

স্বল্প বিনিয়োগে ভালো পরিস্থিতিতে রয়েছে JSW স্টিল কিনতে হবে ৫৮৪ র উপরে প্রথম লক্ষ হবে ৬০৫ দ্বিতীয় লক্ষ হবে ৬৪৫ স্টপ লস বা ক্ষতি হলে বেরিয়ে যেতে হবে ৫৫৯। রয়েছে আর্তি ইন্ডাস্ট্রি কিনতে হবে ৭২৫, প্রথম লক্ষ হবে ৭০৫ , দ্বিতীয় লক্ষ হবে ৭৬২।