এক নজরে

#StockMarket : অস্থিরতা সামান্য শিথিল , ওভার বাইং এলাকায় Share Market

By admin

July 20, 2022

Mainak sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

এক ধাক্কায় পেট্রল ডিজেলের দামের উপর ট্যাক্স কমানো , তারই সাথে মার্কিন বাজারের ইতিবাচক সংকেত আজ বুল রানকে টিকিয়ে রাখে শেয়ার বাজারে (Share Market ) । ৬২৯ .৯১ পয়েন্ট বা ১ .১৫ শতাংশ বেড়ে বি এস ই সেনসেক্স পৌঁছায় ৫৫ ,৩৯৭ .৫৩ ঘরে , নিফটি ১৮০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৬৫২০ তে।

পণ্যের দামের কম হওয়া, বর্ষার ভাল অগ্রগতি যা বপনের উপর বৃদ্ধির সাথেই , রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগস্টের পর্যালোচনাতে একটি মাঝারি হার বৃদ্ধির সম্ভাবনা র ফলেই আজ উপরেই বন্ধ হয় দুই বাজার সূচক। এর আগে অর্থাৎ ১৯ জুলাই মার্কিন বাজারের ( Share Market ) শক্তিশালী ক্লোজিং এবং এশিয়ান বাজারে লাভ ভারতীয় সূচক গুলি কে লাভের সাথে খুলতে সক্ষম করেছিল , যা আজও ধরে রাখতে সক্ষম হয়। এই ভাবেই যদি বিদেশী বিনিয়োগ ভারতীয় শেয়ার বাজারে আস্তে থাকে তবে আগামী দিনেও দুই সূচকে ঊর্ধ্বমুখী র‍্যালিকে দেখা যাবে।

টেক মাহিন্দ্রা, ওএনজিসি, এইচসিএল টেকনোলজিস, টিসিএস এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিফটিতে শীর্ষ লাভকারীদের মধ্যে ছিল এবং এইচডিএফসি লাইফ, এমএন্ডএম, আইশার মোটরস, সান ফার্মা এবং আদানি পোর্টস আজ ক্ষতির দিকেই ছিল।

সেক্টরগুলির মধ্যে, নিফটি আইটি সূচক আজ ২ .৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এফএমসিজি এবং মেটাল সূচক প্রতিটি শতাংশেরও বেশি যোগ করেছে। আজকের ট্রেডিংয়ে অটো এবং রিয়েলটি দুটি তারা প্রত্যেকে ০ .২ শতাংশের কাছাকাছি কমেছে।

বি এস ই তে টেলিকম বিভাগ ও পাওয়ার সেক্টর ০ .৫ শতাংশ ও ০.৪৪ শতাংশ কমে যায়। রিয়েলটি সূচক প্রতিটি ০ .৩ শতাংশের কাছাকাছি কমেছে। বিএসইতে সমস্ত সেক্টরাল এবং বিস্তৃত সূচকগুলি ইতিবাচক বন্ধ রয়েছে আজ।

অস্থিরতা সামান্য শিথিল। কারণ ইন্ডিয়া ভিক্স বর্তমানে ১৭ .২০ থেকে ১৬ .৮২ এ ২ .২০ শতাংশ হ্রাস পেয়েছে। তবে শুরুতেই গ্যাপ আপ দেখা যাই নিফটিতে। লাল কেন্ডেল যা ২০০ দিনের মুভিং এভারেজের ঠিক উপরেই বন্ধ হয়। আবার অন্য ভাবে দেখলে এটাও বলা যায় ওভার বাই জোনে ট্রেড করছে নিফটি। যার আপাত মানে আগামী সমাবেশে আস্তে পারে মুনাফা তোলার ঢেউ। মানে এই যে নিফটি যদি ১৬৪৯০ র ঘর কে ধরে রাখতে না পারলে আসন্ন সমাবেশে দেখা যেতে পারে বিক্রির প্রবণতা। সূচকটি শেষ পর্যন্ত ১৬ ,৪৯০ এবং ১৬ ,৩৫৯ স্তরের মধ্যে উপস্থিত দিনের বুলিশ ব্যবধান বা গ্যাপ আপকে পূরণ করার চেষ্টা করতে পারে। আবার বুল দেড় প্রভাব থাকলে সূচকটিকে ১৬ ,৫৯০ -এর উপরে রাখতে এবং তারপর ১৬,৭৯৩ স্তরের দিকে প্রসারিত হতে পারে। তাই ইন্টরা ডে র ক্ষত্রে ১৬৪৯০ র নিচে শর্ট সেল র ট্রেড নিয়ে ১৬৩৯০ র লক্ষের জন্য অপেক্ষা করতে হবে।

অপসন তথ্য মতে মোট কল ওপেন ইন্টারেস্ট রয়েছে ১৭০০০ র দিকে তার পরেই রয়েছে ১৬৫০০ আবার পুট ওপেন ইন্টারেস্ট রয়েছে ১৬০০০ ও ১৫৫০০। কল রাইটিং ১৬ ,৭০০ স্ট্রাইক এবং ১৭ ,০০০ স্ট্রাইক এবং পুট রাইটিং ১৬ ,৫০০ স্ট্রাইক এবং ১৬ ,৪০০ স্ট্রাইক দেখা গেছে।

নিফটির মতনই শুরু করে নিফটি ব্যাঙ্ক। প্রায় ৩৪০ পয়েন্ট গপ্ আপ বেড়ে ৩৬ ,০৬১ স্তরে পৌঁছায়। এর পড়ি দিনের সর্বোচ্চ যায় ৩৬১৮৩। পরে ৩৫ ,৮৭৭ -এর ইন্ট্রাডে সর্বনিম্ন ছুঁয়ে নীচের দিকে এগোয় এবং হুইপস সরানোর পরে ২৫২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩৫ ,৯৭২ -এ বন্ধ হয়েছে।