এক নজরে

#StockMarket : অব্যাহত বুল রান Share Market -এ !

By admin

July 21, 2022

Mainak sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

বুল রান কে ধরে রাখতে সক্ষম দুই বাজার ( Share Market ) সূচক। আজ নিফটি বন্ধ হয় ১৬৬৫০ র ঘরে যেখানে বি এস ই সেনসেক্স বন্ধ হয় ৫৫৬৮১ র দিকে। ফার্মা ব্যতীত বেশিরভাগ সেক্টর নিফটি পিএসইউ ব্যাঙ্ক এবং প্রাইভেট ব্যাঙ্কের সূচকগুলি এক শতাংশেরও বেশি র‌্যালির সাথে সবচেয়ে বেশি লাভকারী হিসাবে পরিচালিত বাজারে অংশগ্রহণকারী ছিল।

আজকের দিনের ক্ষত্র বিশেষে নিফটি র বাকি বিভাগ গুলি যেমন নিফটি১০০ ৮৬.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৬৮৬০ এ , আবার নিফটি২০০ ৫১.৯০ পয়েন্ট বাড়ে (৮৮১৫ ) ও মিডিকাপ ১০০ বাড়ে ৩০৮ পয়েন্ট (২৮৯৬৩ )। অন্য যেমন নিফটি আইটি ১৫৩.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২৮২৯৯ ও নিফটি এনারজি বাড়ে ৫৩.৪৫ পয়েন্ট ( ২৫৬৬১ )।

নিফটির চার্টে আজ তৈরী হয় বুলিশ এনগাল্ফিং ক্যান্ডেল অর্থাৎ আগের দিনের বন্ধ হওয়া সবুজ ক্যান্ডেলটি কেও ঝাঁপিয়ে যায় সূচক। মানে এই যে জুন মাসে একটি তাজা ৫২ -সপ্তাহের নিম্ন স্তরে আঘাত করার পরে হায়ার হাই গঠনের সাথে অব্যাহত থেকে কালও উপরেই যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বাজারের (Share Market)। তবে সমাবেশের ধারাবাহিকতা, এবং যতক্ষণ পর্যন্ত নিফটি৫০ ১৬ ,৪৮৩ স্তর ধরে রাখে,তাহলেই সূচকটি আসন্ন সমাবেশ গুলিতে ১৬ ,৮০০ স্তরের দিকে এগোতে থাকবে , যার পরের লক্ষ হবে ১৭ ,০০০ । পজিশনের ক্ষত্রে কেবল ১৬৪০০ র নিচে কালকের গ্যাপ কে পূরণ করতে আসলে তবেই নিতে হবে শর্ট সেল বা করতে হবে পুট বাই। সেক্ষত্রে লক্ষ হবে ১৬৩০০ থেকে ১৬১০০। তবে কম রয়েছে অস্থিরতা, ইন্ডিয়া ভিক্স রয়েছে ১৬.৮৬ র ঘরে। মানে উপরের দিকেই দৌড়াতে পারে দুই বাজার সূচক , যা সমর্থন ও করে অপসন ফ্রন্ট ( ১৬৪০০ – ১৭০০০ )।

একই ভাবে ব্যাঙ্ক নিফটি ৩৬ ,০২৬ -এ খোলে এবং সেশনের একটি বড় অংশের জন্য উচ্চতর লেনদেন করে ৩৬ ,৩৩২ -এ দিনের সর্বোচ্চ ছুঁয়ে যায়। পরে ৩৬ ,০০০ -এর নিচে গিয়ে ৩৫,৮৮৭ -এর ইন্ট্রাডের কম স্পর্শ করে ও আবার অস্থিরতা বজায় রেখে অবশেষে, ব্যাঙ্কিং সূচকটি ২২৯ পয়েন্ট বেড়ে ৩৬ ,২০১ -এ স্থির হয়েছে এবং ৫২ -সপ্তাহের নিম্ন থেকে হায়ার হাই গঠনের সাথে দৈনিক চার্টে একটি বুলিশ ক্যান্ডেল তৈরি করে বন্ধ হয়।

১০ ১৫ দিনের জন্যে বিনিয়োগের ইতিবাচক সেট আপ রয়েছে ফাস্ট স্কোয়ার বা এফ এস এ। বর্তমান রয়েছে ১০৯ তে লক্ষ হবে ১১৮ স্টপ লস ১০০।