এক নজরে

#StockMarket : তাইওয়ান – চীন সমস্যায় শেয়ার বাজারের দিক

By admin

August 09, 2022

Mainak Sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পালসি র তাইওয়ান সফরের পরেই এবার যুদ্ধ সামনে মার্কিন সমর্থিত তাইওয়ান ও চীন। তার পরেই বিনিয়োগ মহলে কৌতূহল আবার ধসের পথে যাবে শেয়ার বাজার , কারণ এর আগেও রুশ সেনার উক্রেনে অভিযানেও একই ঘটনার সামনে পড়তে হয় বিনিয়োগকারীদের।

তাইওয়ান ও চীন যুদ্ধ হলে কি হবে ভবিষৎ শেয়ার বাজারে তা বোঝার আগে বুঝতে হবে তাইওয়ানের ভৌগোলির তাৎপর্য। দক্ষিণ চীন সাগরে অবস্থিত তাইওয়ান দখলে চিনের লক্ষ প্রাকৃতিক গ্যাস , সেই সাথেই প্রায় ৩০ শতাংশ শিপিং পরিবহন পার হয় তাইওয়ানের অতিক্রম করেই , হিসেব কোশলে প্রায় ৩.৩৭ ট্রিলিয়ন বা ২৬০ লক্ষ কোটির জলজ পরিবহন হয় দক্ষিণ চীন সাগরে যা এই বিবাদের জেরে ব্যাঘাত র সম্মুখীন হবে।

এছাড়াও ভারতে পালম তেল রপ্তানি হয় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার থেকে। চীন ও তাইওয়ান বিবাদের প্রভাব পড়তে পারে ফলে ভরতে বাড়তে পারে খাদ্য মূল্যস্ফীতি।

ভৌগোলিক ছাড়াও বাণিজ্যের দিকেও এগিয়ে তাইওয়ান। ল্যাপটপ, মুবাইলে ব্যবহৃত সেমী কন্ডাকটর মাইক্রো চিপের বাজারে প্রায় বিশ্বের ৬৩ শতাংশ তাইওয়ানের কবলে। এই মাইক্রো চিপ কম্পিউটার ছাড়াও ব্যবহার হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন স্মার্ট টিভি ঘড়ি ও গাড়িতে। ফলে যুদ্ধের প্রভাব পড়তে পারে আইটি ও অটো সেক্টরে। সেক্ষত্রে হিরো টাটা মোটোর্স্ , টিভিএস , মাহিন্দ্রার মতন অটো গিয়েন্ট স্টকে বিনিয়োগে সচেতন থাকতে হবে।

তবে দুই দেশের বিবাদে বাজার নিচে এলেও আমাদের নজরে থাকবে লম্বা বিনিয়োগের সুযোগ। সেক্ষত্রে লাভ তুলতে পারে ভারতীয় সেমী কন্ডাকটর মাইক্রো চিপের স্টক গুলি। সেক্টরে নজরে রাখতে হবে টাটা এলক্সসি লিমিটেড। নজরে থাকবে SPEL সেমী কন্ডাকটর লিমিটেড। এছাড়াও থাকবে মোসচিপ ( MOSCHIP ) ও ASM টেকনোলজি। তাই ভয় না পেয়ে অল্প পরিমাণেও জারি রাখতে হবে বিনিয়োগ।