এক নজরে

#StockMarket : গ্যাপ পূরণে নিচে Share Market

By admin

July 26, 2022

Mainak sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

সপ্তাহের দ্বিতীয় দিনেও লাভ তোলার ঝরে আজ নিচেই বন্ধ হলো শেয়ার বাজার। নিফটি ১৪৭.১৫ পয়েন্ট কম হয়ে বন্ধ হয় ১৬৪৮৩ তে , বি এস ই সেনসেক্স ৪৯৭ পিন নিচে নেমে বন্ধ হয় ৫৫২৬৮ র কাছেই।

তবে আজ ২০০ দিনের মুভিং এভারেজের নিচে নেমে আসে সেনসেক্স ও নিফটি। দিনের চার্টে তৈরী হয় বেয়ারিশ ক্যান্ডেল। তবে এই নেমে আশা প্রত্যাশিত, কারণ আগের সপ্তাহের তৈরী করা ১৬,৩৬০ -১৬ ,৪৯০ গ্যাপ আপ কে পুনরায় পূরণ করতে বাজারকে আবারো আস্তে হতো নিচের দিকেই। গ্যাপ পূরণের জেরে পরবর্তী লক্ষ হতে পারে ১৬২১৪ , আর ঠিক সেই খানেই রয়েছে ৫০ দিনের মুভিং এভারেজ। আর এর পরেই আবার শেয়ার বাজারে দেখা দিতে পারে বিক্রির প্রবণতা।

সমস্ত সেক্টর মঙ্গলবারের সংশোধনে অংশ নিয়েছিল এবং আইটি সবচেয়ে বেশি নেমে আসে। তার চেয়েও বেশি কম হয় নিফটি অটো, এফএমসিজি, ফার্মা এবং রিয়েলটি সূচক প্রতিটি এক শতাংশের বেশি কমেছে। নিফটি মিড্ ক্যাপ ১০০ ও স্মল ক্যাপ ১০০ তেওঁ প্রভাব পরে বিক্রির। দুই সূচক কম হয় যথাক্রমে ১.২৫ সত্যাগস ও ১.৫ শতাংশ।

L&T প্রযুক্তি পরিষেবা, ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিস, ওরাকল ফিনান্সিয়াল, মাইন্ডট্রি, L&T ইনফোটেক, ইনফোসিস, জুবিল্যান্ট ফুডওয়ার্কস, গ্লেনমার্ক ফার্মা, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, অরবিন্দ ফার্মা, ডঃ রেড্ডি’স ল্যাবরেটরিজ, ইন্দ্রপ্রস্থ গ্যাস, ডিভিস ল্যাবস, মহানগর গ্যাস, টিসিএস-এবং অশোক লেল্যান্ড আজ সব চেয়ে বেশি বিক্রিক প্রবণতা দেখা যায়।

দুই বাজার সূচকের এই নেমে আশা সামান্য প্রযুক্তিগত হলেও স্বল্প মেয়াদি বিনিযোগে বাজারে পড়ছে মার্কিন ফেডারেল ব্যাংকার প্রভাব। তাই আপাতত ফেডের সিদ্ধান্ত না আশা অবদি বৃহত্তর প্রবণতাগুলিতে ফোকাস করতে এবং ফেডের ফলাফলের পরে সূচকটি ১৬ ,০০০ স্তরের উপরে টিকিয়ে রাখতে পারলে পুনরুদ্ধারের কিছু আশা থাকতে পারে।

অন্য দিকে বাড়তে থাকা অস্থিরতা র খবর দেয় ইন্ডিয়া ভিক্স। ভিক্স র বর্তমান অবস্থান বাড়ে ২.৭৭ শতাংশ , যা রয়েছে ১৮.১৭ র ঘরেই। অর্থাৎ আগামী দিনেও বাড়বে অস্থিরতা। অপসন তথ্য মতে আগামী সমাবেশে নিফটি থাকতে পারে ১৬২০০ থেকে ১৬৮০০।

নিফটির মতনই নেতিবাচক যাত্রা শুরু হয় ব্যাঙ্ক নিফটির। ৩৬৬৮৮ দিয়ে শুরু করে ব্যাঙ্কিং সূচক। পরে নেমে আসে ৩৬৩৫০ র ঘরে। সেশনের বাকি অংশে কিছুটা রেঞ্জবাউন্ড মুভের সাথে শেষ পর্যন্ত ৩৬ ,৪০ 8.৫০ প্রায় ৩১৮ পয়েন্টের ক্ষতির সাথে বন্ধ হয়।