শেয়ার বাজার

এলআইসির ২৫% শেয়ার বিক্রিতে উদ্যোগী কেন্দ্র

By admin

September 07, 2020

সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

সর্বাধিক ২৫% এলআইসি-র ( LIC ) শেয়ার বিক্রি করতে চলেছে সরকার। যার আনুমানিক মূল্য প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা। সূত্রের খবর, পূর্বে ১০% শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু লকডাউন সময়সীমা যত দীর্ঘ হয়েছে বাজেটে সরকারি ঘাটতি দেখা গেছে চরম। ইতিমধ্যেই অর্থমন্ত্রক, মন্ত্রীসভার কাছে চূড়ান্ত খসড়া পেশ করতে চলেছে। সর্বাধিক ১০% ছাড়ে এই শেয়ার কেনার সুযোগ পাবে রিটেল ইনভেস্টর ও এলআইসি-র কর্মীরা। একই সাথে বোনাস শেয়ার ও পেতে পারেন আবেদনকারীরা। এর জন্য এলআইসি অ্যাক্ট ১৯৫৬ – এ ৬ টি বড় সংশোধন করা হবে। পরবর্তী সংসদ অধিবেশনে এই সিদ্ধান্ত হতে চলেছে বলে আশা করছেন অনেকেই।

আজ সারাদিন বাজার সাদামাঠা ছিল। নতুন করে তেমন কোনো উত্থান-পতন ছিল না। ১ সেপ্টেম্বর সেবির ( SECURITY EXCHANGE BOARD OF INDIA ) নতুন নিয়ম লাগু হওয়ার সাথে সাথেই শেয়ার বাজারে ব্যবসার পরিমান এই বছরের সর্বাধিক নিচে চলে আসে। যার প্রভাব এই দিনও লক্ষ্য করা যায়। দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১৩৫৫.০৫ ( +২১.২০ ) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৮৪১৭.২৩ (+৬০.০৫) পয়েন্ট এবং ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২২৯৪৫.০৫ (-৬৬.৪৫ ) পয়েন্ট নিচে। সবচেয়ে বেশি যে তিনটি সেক্টর শেয়ার বৃদ্ধি পায় তা হল নিফটি এফএমসিজি ( FMCG ) (+0.57% ), নিফটি আইটি ( IT ) ( +0.57% ) এবং নিফটি মিডিয়া ( MEDIA ) ( +0.49% )

আজ সারাদিন ধরেই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টরদের ( FII – FOREIGN INSTUTIONAL INVESTOR ) মোট বিক্রয় মূল্য ৬.৯৩ কোটি টাকা এবং ভারতীয় ইনস্টিটিউশন ইনভেস্টর( DII- DOMESTIC INSTUTIONAL INVESTOR ) মোট বিক্রয় মূল্য ৮১৫.৮২ কোটি টাকা।

গত দিনের আমাদের পরামর্শ ছিল RELIANCE INDUSTRIES, MARUTI, TCS, & BIOCON। প্রতিটি শেয়ারই আজ ঊর্ধ্বমুখী ছিল।

আগামীকাল একই প্রবণতা থাকার সম্ভবনা।

চোখ রাখুন – LIC HOUSING FINANCE, HCL TECH , RELIANCE INDUSTRIES, MARUTI, TCS, & BIOCON

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.34 ( +0.20 ), GBPINR Rs. 96.80 ( -0.52 ), EURINR Rs. 86.87 ( +0.15 ) , JPYINR Rs. 69.00 (+0.33 ).

গতকাল সোনার দর ছিল ৫০৬৮০ টাকা ( ১০ গ্রাম )। আজ যা কমে হয়েছে ৫০৮৬০ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ১৮০ টাকা বেশি।

গতকাল রুপার দর ছিল ৬৭২৬৬ টাকা ( প্রতি কেজি। যা আজ কমে হয়েছে ৬৮০৫৯০ টাকা। আজ যা গতকালের তুলনায় ৭৮৪ টাকা বেশি। আমরা ভবিষ্যতে দেখার চেষ্টা করবো বাজারের উত্থান-পতন এবঙ সোনা-রুপার দামের সম্পর্কটি।

(Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)