শেয়ার বাজার

সেপ্টেম্বরে এখনো পর্যন্ত ব্যাঙ্কিং সূচক নেমেছে ২৩০০ পয়েন্ট

By admin

September 09, 2020

সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

৩১ আগস্ট ব্যাঙ্কিং সূচক বন্ধ হয় (BANK NIFTY) ২৪৫২৩.৮০ পয়েন্টে। ১ সেপ্টেম্বর আমাদের প্রথম প্রতিবেদন প্রকাশ হয়। আমরা প্রথম দিনই বলেছিলাম, ব্যাঙ্কিং শেয়ার থেকে আপাতত দূরে থাকুন। আজ দিনের শেষে ব্যাঙ্কিং সূচক বন্ধ হয় ২২২৬৭ ( -৪৭৭.৪০) -২.১০% নিচে। শেষ ৬টি ট্রেডিং সেশনে – ২৩০০ পয়েন্ট নিচে চলে আসে ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY)। যদিও আগামীকাল ব্যাঙ্কিং সূচকের বাউন্স ব্যাকের একটি ভালো সম্ভাবনা রয়েছে। তাই অন্তত আগামীকাল খেয়াল রাখুন ব্যাঙ্ক সূচকের দিকে। যদিও বাকি মাস তা নিম্নমুখী থাকার সম্ভাবনাই বেশি।

আমরা গতকালের প্রতিবেদনে জানিয়েছিলাম, আজ বাজার নিম্নমুখী থাকবে। আজ দিনের শুরু থেকেই বাজারের গতি ছিল নিম্নমুখী। সকাল থেকেই বিক্রয় করার প্রবণতা ছিল। দিনের শেষে ফার্মা (PHARMA) (+১.৯০% ), মিডিয়া ( MEDIA ) (+১.১৮%), মেটাল ( METAL ) (+০.৮৬%) পজিটিভ জোনে বন্ধ হয়।

নিফটি – পিএসইউ ব্যাঙ্ক (PUBLIC SECTOR BANK OR GOVT. BANK ) ( -২.৮৭% ), নিফটি – ব্যাঙ্ক ( PRIVATE BANK ) ( -২.১০%) এবং ফিনান্সিয়াল সার্ভিস ( NBFC ) (-১.৭৯%) নিচে বন্ধ হয়। ভারী মাত্রায় বিক্রয় দেখা যায় সকাল থেকেই।

দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১২৭৮.০০ ( -৩৯.৩৫ ) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৮১৯৩.৯২ (-১৭১.৪৩) পয়েন্ট এবং ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২২২৬৭.০০ (-৪৭৭.৪০ ) পয়েন্ট নিচে।

৯ সেপ্টেম্বর পর্যন্ত ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টরদের ( FII – FOREIGN INSTUTIONAL INVESTOR) মোট বিক্রয় মূল্য -১৪৬৭ কোটি টাকা এবং ভারতীয় ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের ( DII- DOMESTIC INSTUTIONAL INVESTOR ) মোট বিক্রয় মূল্য -১৯৬৫ কোটি টাকা।

আগামীকাল বাজার ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা প্রবল। আশা করা যায় ব্যাঙ্কিং শেয়ার কিছুটা হলেও ঊর্ধ্বমুখী থাকবে ।

চোখ রাখুন – HDFC, INDUSIND BANK, FEDERAL BANK, KOTAK MAHINDRA BANK

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.53 ( -0.06 ), GBPINR Rs. 95.41 ( -0.30 ), EURINR Rs. 86.73 ( -0.10 ) , JPYINR Rs. 69.00 (-0.33 ).

গতকাল সোনার দর ছিল ৫১, ৩৫৩ টাকা ( ১০ গ্রাম )। আজ যা বেড়ে হয়েছে ৫১৩৬৫ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ১২ টাকা বেশি।

গতকাল রুপার দর ছিল ৬৮, ৪৯৪ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে দাম হয়েছে ৬৮৩০০ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ১৯৪ টাকা কম।

{Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)