এক নজরে

নজর রাখুন আইটি এবং ফার্মায়

By admin

September 14, 2020

সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

সোমবার সরকারি ঘোষণা অনুযায়ী ( NSO – NATIONAL STATISTICAL OFFICE ), আগস্ট মাসের খুচরো মুদ্রাস্ফীতি ( RETAIL INFLATION ) ৬.৬৯% যা জুলাই মাসে ছিল ৬.৭৩%। (CFPI – CONSUMER FOOD PRICE INDEX ) ৯.০৫% যা ছিল ৯.২৭%।

সোমবার সারাদিন বাজারের গতি ছিল ঊর্ধ্বমুখী। আইটি কোম্পানির শেয়ারে ব্যাপক নিবেশ দেখতে পাওয়া যায়। বিগত সপ্তাহে আমরা চোখ রাখতে বলেছিলাম HCL TECHNOLOGIES ও TCS -র দিকে। দিনের শেষে যা বন্ধ হয় HCL TECHNOLOGIES +৯.৭৯% ( +৭০.৭৫ টাকা ) এবং TCS +৪.৯৪% ( +১১৭.৩০ টাকা ) উপরে।

কিন্তু দিনের শেষে ব্যাঙ্কিং সূচকে ভারী মাত্রায় বিক্রি দেখতে পাওয়া যায়। মাসের শুরু থেকেই আমরা বলে এসেছি, ব্যাঙ্কিং শেয়ার থেকে দূরে থাকুন। এখনো পর্যন্ত ব্যাঙ্কিং সূচক -২৫০০ পয়েন্ট নিচে নেমে আসে বিগত মাসের থেকে।

দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১৪৪০.০৫ ( -২৪.৪০ ) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৮৭৫৬.৬৩ ( -৯৭.৯২ ) পয়েন্ট এবং ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২২১০১ ( -৩৭৮.৭০ ) পয়েন্ট নিচে।

দিনের শেষে আইটি (+৪.৬৮% ), রিয়েলটি (+৩.৭২% ) এবং ব্যাঙ্ক ( -১.৬৮% ) বন্ধ হয়।

আগামীকালও বাজারের গতি ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা। অবশ্যই মিডক্যাপ শেয়ারের দিকে নজর দিন। অবশ্যই নজর রাখুন আমাদের সুপারিশ করা শেয়ারগুলির দিকে। যারা এরই মধ্যে DEEPAK NITRATE কিনেছেন, অবশ্যই ১৫ দিনের মধ্যে ১৮% মুনাফা পাচ্ছেন। আমরা বলেছিলাম ৬৮০ টাকায় যা আজকে দিনের শেষে ৭৯৫.৬০ ( +৮.৫২% ) উপরে বন্ধ হয়।

চোখ রাখুন আইটি এবং ফার্মায়।

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.48 ( -0.06 ), GBPINR Rs. 94.57 ( +0.57 ), EURINR Rs. 87.16 ( +0.10 ) , JPYINR Rs. 70.00 (+0.36 ).

গতকাল সোনার দর ছিল ৫১৩১৯ টাকা ( ১০ গ্রাম )। আজ যা বেড়ে দাম হয়েছে ৫১৭৬০ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ৪৪১ টাকা বেশি।

গতকাল রুপার দর ছিল ৬৭৯২৮ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে বেড়ে হয়েছে ৬৮৯৬৪ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ১০৩৬ টাকা বেশি।

(Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)