শেয়ার বাজার

বাজার বেড়েছে মিড ক্যাপ ও স্মল ক্যাপ শেয়ারের

By admin

September 15, 2020

সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

সেপ্টেম্বর জুড়ে ব্যাঙ্ক নিফটির ক্রমাগত পতনের পর আজ ব্যাঙ্ক নিফটি দিনের শেষে কিছুটা হলেও ঘুরে দাঁড়ায়। আমরা গতকাল ফার্মা এবং আইটি কোম্পানির শেয়ারের দিকে নজর রাখতে বলেছিলাম। দিনের শেষে ফার্মা সূচক সবচেয়ে উপরে বন্ধ হয় (+১.৯৩%) ও ব্যাঙ্কিং সূচক বন্ধ হয় (+১.৬৫%)। দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১৫২১.৮০ ( +৮১.৭৫ ) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৯০৪৪.৩৫ ( +২৮৭.৭২ ) পয়েন্ট এবং ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২২৪৬৫ ( +৩৬৪.৪০ ) পয়েন্ট উপরে।

সমস্ত মাল্টিক্যাপ মিউচুয়াল ফান্ড ( Mutual Fund ) কে সেবির( SEBI – SECURITY EXCHANGE BOARD OF INDIA ) কাছে এ বছরের ৩১ মার্চ, ২০২১ র মধ্যে তাদের নিবেশের বিবরণ জানাতে হবে। শনিবার সেবির এই নির্দেশের পরই বাজারে গত দু দিন মিড ক্যাপ (Mid Cap) এবং স্মল ক্যাপ (Small Cap) শেয়ারের চাহিদা বৃদ্ধি পায়। সেবির এই নির্দেশে আরও বলা হয়, মাল্টিক্যাপ মিউচুয়াল ফান্ডকে দেশের বড় কোম্পানির শেয়ারের পাশাপাশি একই অনুপাতে মিড ক্যাপ (Mid Cap) এবং স্মল ক্যাপ (Small Cap) শেয়ারও কিনতে হবে।

আগামীকাল বাজারের গতি ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা। অবশ্যই মিডক্যাপ শেয়ারের দিকে নজর দিন। আমরা আজকে কয়েকটি শেয়ারের নাম জানাচ্ছি, কমপক্ষে ২ বছরের জন্য।

অবশ্যই কিনুনঃ হিন্দুস্তান ইউনি লিভার ( Hindustan Unilever ), ইউকো ব্যাঙ্ক ( UCO BANK), এপোলো হসপিটাল (APOLLO HOSPITAL)

যারা আমাদের সুপারিস অনুযায়ী DEEPAK NITRATE কিনেছেন, অবশ্যই এরই মধ্যে ভালো ( ২৮% ) মুনাফা পাচ্ছেন। আমরা বলেছিলাম, ৬৮০ টাকায় যা আজকে দিনের শেষে ৮৫৭ ( +৭.৭৬% ) উপরে বন্ধ হয়। কিছুটা মুনাফা ঘরে তুলে নিতে পারেন। শেয়ার টি ৭৬০ টাকায় এলে আবার ক্রয় করবেন।

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.64 ( +0.17 ), GBPINR Rs. 94.60 ( +0.35 ), EURINR Rs. 87.18 ( +0.11 ) , JPYINR Rs. 70.00 (+0.45 ).

গতকাল সোনার দর ছিল ৫১, ৬৮৭ টাকা ( ১০ গ্রাম )। আজ যা কমে দাম হয়েছে ৫১,৬৬৫ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ২৭ টাকা কম।

গতকাল রুপার দর ছিল ৬৮,৯৬৫ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৬৮,৭৭০ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ১৯৫ টাকা কম।

(Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip GharaiShare market analystMobile: +91 90880 20249Whatsapp : +91 90880 20249e-mail: gharai25@gmail.com