এক নজরে

বৃহস্পতিবার দুটি ঘটনায় নজর থাকবে ব্যাঙ্কের দিকেই

By admin

September 02, 2020

সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

বিগত ১৪ বছরের আগে করা সরকারি মামলার ৩১ আগস্ট শুনানি হলো দেশের শীর্ষ আদালতে। মোবাইল সংস্থা ও সরকারের এই দীর্ঘ দিনের লড়াইযের নাম হল এজিআর ( AGR – Adjusted Gross Revenue )। সুপ্রিম কোর্ট তার রায়ে নির্দেশ দেয়, সর্বোচ্চ ১০ বছরের মধ্যে অর্থাৎ ৩১শে মার্চ ২০৩১-র মধ্যে সমস্ত বকেয়া টাকা পরিশোধ করতে হবে। প্রতি বছর ১০% হারে। ভোডাফোন – আইডিয়া-র বকেয়া পরিমাণ ৫০ হাজার ৩০০ কোটি টাকা ও এয়ারটেল-র বকেয়া পরিমাণ ২৫ হাজার কোটি টাকা। সুপ্রিম কোর্ট তার রায়ে এ কথাও বলে, সঠিক সময়ে টাকা পরিশোধ করতে না পারলে অতিরিক্ত সুদ ধার্য করা হবে। একই সাথে তা আদালত অবমাননা বলেও বিবেচিত হবে। সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের প্রধান বিচারপতি অরুণ মিশ্র আজ ৬ বছরের সময়কাল অতিক্রান্ত করে অবসর ঘোষণা করেন।

আগামিকাল আমরা দুটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। এক, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাঙ্ক ও এনবিএফসি ( NBFC – NON BANKING FINANCIAL CORPORATION ) র উচ্চ আধিকারিক দের নিয়ে আলোচনায় বসবেন। মূল আলোচ্য বিষয় হলো, কোভিড-১৯ সময়কালে মরেটোরিযামের কেন্দ্রীয় নির্দেশিকা বাস্তবায়িত করতে গিয়ে ব্যাঙ্ক ও এনবিএফসি গুলির ঋনের পরিস্থিতি কি জায়গায় দাঁড়িয়েছে। কতটা ঝুঁকিপূর্ণ জায়গায় তারা দাঁড়িয়ে তা নিয়ে বিস্তারিত আলচনা করবেন অর্থমন্ত্রী।

দুই, মরেটোরিযাম চলাকালীন বিগত ৬ মাসের জন্য ব্যাঙ্ক গ্রাহকদের থেকে সুদের ওপর আবার সুদ ( Interest On Interest ) নিতে পারবে কিনা তা নিয়ে বেলা ২ টোয় দেশের শীর্ষ আদালতে শুনানি।এই দুটি ঘটনায় কি ফিদ্ধান্ত হয়, সে দিকেই নজর রয়েছে বাজারের।

আজ দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১৫৩৫ (+৬৪.৭৫) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৯০৮৬.০৩ (১৮৫.২৩) পয়েন্ট এবং ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২৩৮৭৪.৫৫ (+৬২.৫৫) পয়েন্ট উপরে।

আগামীকাল বাজার নিম্নমুখি হওয়ার সম্ভবনা বেশি। ব্যাঙ্ক নিফটিতে আমরা ভালোই উপর নিচ ( movement ) দেখতে পারবো। আমরা আগেই বলেছি, আগামীকাল ব্যাঙ্ক নিয়ে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে। বিগত দুদিনেই নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটি – র সূচক আশানুরূপ নয়। আমরা আবার বলছি, আপাতত ব্যাঙ্ক শেয়ারে নিবেশ বা বিনিয়োগ থেকে সজাগ থাকুন।

বিদেশী মুদ্রা আজ বন্ধ হয় – USDINR Rs. 73.27 ( +০.26 ), GBPINR Rs. 97.86 ( -0.68 ), EURINR Rs. 86.98 ( -0.72 ) , JPYINR Rs. 69.07 (+-06 ).

গতকাল সোনার দর ছিল ৫১৫০০ টাকা ( ১০ গ্রাম )। আজ যা কমে হয়েছে ৫০৯০০ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ৬০০ টাকা কম।

গতকাল রুপার দর ছিল ৬৮৩৪৯ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে দাম হয়েছে ৬৬৩০০ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ২০৫০ টাকা কম।

আমরা ১লা সেপ্টেম্বর প্রথম দিনেই একটি লং টার্ম শেয়ারের কথা উল্লেখ করেছিলাম। অবশ্যই চোখ রাখুন।DEEPAK NITRATERecommended Price Rs.683/- . Current market Price 731/-. অর্থাৎ দুদিনেই শেয়ারটি ৭% বৃদ্ধি পেয়েছে।

(Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)