কলকাতা ব্যুরো: বীরভূমের শান্তিনিকেতন থেকে চার বাংলাদেশি দুষ্কৃতীকে বিস্ফোরক ও অস্ত্র সমেত পুলিশ পাকড়াও করার পর এখন কোন নেতাকে খুনের জন্য তাদের সুপারি দেওয়া হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই মামলা বীরভূম জেলা পুলিশের হাত থেকে নিতে পারে স্পেশাল টাস্কফোর্স। কেননা চার বাংলাদেশিকে বীরভূমে আনা হয়েছিল কোন এক বড় মাপের নেতাকে খুনের সুপারি দিয়ে।
ধৃত চার জনের সঙ্গে আরও দু’জন স্থানীয়কে পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনার সঙ্গে বীরভূমের নানুর ও লাভপুর এলাকার কোন যোগাযোগ আছে বলে প্রাথমিকভাবে খবর পেয়েছে পুলিশ। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, বর্তমানে মেদিনীপুর জেলে থাকা এক বন্দির মাধ্যমে এই চারজনকে কোন একজন নেতাকে খুনের জন্য বরাত দেওয়া হয়েছিল।
প্রাথমিকভাবে বেশকিছু নাম উঠে এলেও ঘটনার মাত্রা উপলব্ধি করে, এখনই এ ব্যাপারে মুখ খুলছে না জেলা পুলিশ। তবে শান্তিনিকেতনের একটি বাড়ি থেকে ধৃতদের সঙ্গে যে পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক পাওয়া গিয়েছে, তা যে বড় কোনো অপারেশনের জন্য ব্যবহার করা হতো, সে ব্যাপারে নিশ্চিত তদন্তকারীরা।
বিধানসভা ভোটের আগে বীরভূমের কোন বড় নেতার খুনের ছক এবং এলাকায় নতুন করে উত্তেজনা তৈরীর এমন চেষ্টা আপাতত বানচাল হলো, বাংলাদেশি দুষ্কৃতীদের পুলিশ ধরে ফেলায়।