এক নজরে

প্রনবে শোকার্ত বাংলাদেশ, হাসিনার বার্তা

By admin

August 31, 2020

কলকাতা ব্যুরো: প্রণব মুখোপাধ্যায় মৃত্যুতে ভারতের মতোই আবেগে কেঁদে উঠল বাংলাদেশ। ইন্দিরা গান্ধির মৃত্যুর পর বাংলাদেশের সঙ্গে যে মানুষটির ভারতের একাত্মতা ছিল তার নাম প্রণব মুখোপাধ্যায়।তিনি কখনো মন্ত্রী থেকেছেন অথবা সাধারণ একজন কংগ্রেস সদস্য, তাতেও বাংলাদেশ থেকে তার প্রাপ্য সম্মানের কখনো ব্যাঘাত ঘটেনি। মুক্তিযুদ্ধের কথা স্মরন করে বাংলাদেশ সবসময় শ্রদ্ধা জানিয়েছে প্রণব মুখোপাধ্যায়কে।রবিবার বিকেলে প্রণব বাবুর মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তার শোক বার্তায় বলেছেন,

প্রণববাবুর মৃত্যুতে ভারত হারালো একজন বিজ্ঞ ও দেশ প্রেমিক নেতাকে। আর বাংলাদেশ হারালো একজন আপনজনকে। তিনি উপমহাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন।

হাসিনা তার শোক বার্তায় বারেবারেই উল্লেখ করেছেন ১৯৭১ এর মুক্তিযুদ্ধের কথা। সে সময় যে সাহায্য ভারত থেকে পেয়েছেন স্মরণ করেছে তাও।একইসঙ্গে প্রণববাবু যে শুধু রাজনীতিক হিসেবে নয়, একজন পারিবারিক বন্ধু হিসেবে তাদের পাশে ছিলেন শেখ হাসিনা উল্লেখ করেছেন তার শোক বার্তায়।তাই প্রণব বাবুর মৃত্যুতে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সু-সম্পর্ক রক্ষাকারী হিসেবে এক যোগ্য অনুঘটকের অভাব হয়ে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। কেননা বিভিন্ন সময়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে সেতু হলে ওঠেছেন প্রণব মুখোপাধ্যায়। তাই প্রণবের মৃত্যু শুধু ভারতবর্ষ বা কংগ্রেস রাজনীতিতে নয়, প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে একজন ভালো সংযোগ রক্ষাকারীকে দেশ হারালো বলে মনে করছেন বাংলাদেশের সাধারণ মানুষও।