এক নজরে

শিয়ালদা থেকে পুরী-ট্রেন ২ অক্টোবর থেকে

By admin

September 29, 2020

কলকাতা ব্যুরো: দেশে আনলক ফোর, চালু হওয়ার পর পর্যটন কেন্দ্র হিসেবে দার্জিলিং এর হোটেলের দরজা রাজ্য সরকার খুলে দিয়েছিল। আর তার আগেই উত্তরবঙ্গে যোগাযোগের জন্য একটি দূরপাল্লার ট্রেন চালু করেছিল পূর্ব রেল। এবার পুজোর আগে বাঙালির জন্য আরেক সুখবর নিয়ে আসলো পূর্ব রেল। আগামী ২ অক্টোবর থেকে শিয়ালদা ও পুরীর মধ্যে একটি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। যদিও ভাড়া এর অনেকটাই বেশি হবে। কিন্তু পুজোর মরসুমে পুরীর দরজা খুলে যাওয়া, নিঃসন্দেহে ভ্রমণপিপাসু বাঙালির কাছে একটা বড় স্বস্তি। রেল সূত্রে খবর, আপাতত সপ্তাহে দুদিন ওই ট্রেনটি চালানো হবে।

রেলের ঘোষণা অনুযায়ী, সোম ও শুক্রবার রাত আটটায় শিয়ালদা থেকে ছেড়ে পরদিন ভোর চারটে ৩৫ এ ট্রেনটি পৌঁছোবে পুরী। আবার ফিরতি পথে মঙ্গল ও শনিবার রাত সাতটা কুড়িতে পুরী থেকে ছেড়ে পরদিন ভোর চারটে পনেরো ট্রেনটি শিয়ালদায় পৌঁছাবে। এতদিন এই ট্রেনটি শিয়ালদা থেকে ভুবনেশ্বর এর মধ্যে চলাচল করত। কিন্তু পর্যটকদের কথা মাথায় রেখে এখন ওই ট্রেনটি পুরী পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ট্রেনটি দুরন্ত এক্সপ্রেস এর সমতুল্য হওয়ায় ভাড়া হবে রাজধানী এক্সপ্রেস এর মত।

বর্তমানে শিয়ালদা থেকে ভুবনেশ্বর এর মধ্যে স্পেশাল ট্রেন চলাচল করছিল অক্টোবরের থেকে শুধু তা পুরী পর্যন্ত সম্প্রসারিত করা হল। তাই এখন এই ট্রেনের টিকিট কাটা যাবে এক্ষেত্রেও যাত্রীদের স্টেশনে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পরই তাদের কনফার্ম টিকিট থাকলে তখনই ট্রেনে উঠতে দেওয়া হবে।

এছাড়াও ১ অক্টোবর থেকে রেলের হাওড়া ডিভিশনে রিজার্ভেশন কাউন্টার গুলি খুলে দেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। যদিও শিয়ালদার ক্ষেত্রে এখনই বড় স্টেশন ছাড়া তা খোলার সিদ্ধান্ত হয়নি। যদিও লোকাল ট্রেন কবে চালু হবে সে ব্যাপারে এখনো অন্ধকারে রেল কর্মীরাই।