এক নজরে

#MetroRail: ৩১ মে উদ্বোধন হচ্ছে না শিয়ালদহ মেট্রোর

By admin

May 25, 2022

কলকাতা ব্যুরো: এখনই চালু হচ্ছে না শিয়ালদহ মেট্রো। সম্প্রতি জানা গিয়েছিল আগামী ৩১ মে উদ্বোধন নবনির্মিত শিয়ালদহ মেট্রো স্টেশনের। ১ জুন থেকে গড়াবে রেলের চাকা। কিন্তু সেই জল্পনায় কার্যত জল ঢাললো কলকাতা মেট্রো। একটি অফিশিয়াল বিবৃতি দিয়ে বুধবার মেট্রো কর্তৃপক্ষ জানায়, ইস্ট-ওয়েস্ট মেট্রো পথের শিয়ালদহ স্টেশনের উদ্বোধনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ৩১ মে উদ্বোধন হওয়ার খবরটি গুজব মাত্র। চূড়ান্ত হলেই উদ্বোধনের নির্রাধিত দিনক্ষণ জানানো হবে।

উল্লেখ্য, পয়লা বৈশাখ ছিল শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হওয়ার ডেটলাইন। যা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণের জন্য শিয়ালদহ স্টেশনকে গত ২৫ মার্চ সবুজ সঙ্কেত দিয়েছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)। তারপরদিন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা সংবাদমাধ্যমে ঘোষণা করেন, পয়লা বৈশাখের শুভ দিনে ভূগর্ভস্থ শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হতে চলেছে। কিন্তু শেষ পর্যন্ত ওই দিনে কিছুই হয়নি। এ বার মনে করা হচ্ছিল আগামী ৩১ মে থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনটি অবশেষে চালু হতে পারে।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ওই দিন কলকাতায় আসার সম্ভাবনাও প্রবল। সেই সূত্রেই এমন জল্পনা ওঠে। কিন্তু, বুধবার সরকারি ভাবে সমস্নিত জল্পনায় ইতি টেনে জানানো হল, এমন কোনও নির্দেশ জারি হয়নি। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো নির্মাণের দায়িত্বে থাকা কেএমআরসিএল-এর কর্তারা জানাচ্ছেন, প্রস্তুতি প্রায় শেষ। যে কোনও দিনই উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।

এদিকে, সূত্রের খবর পয়লা বৈশাখের দিন শিয়ালদহ স্টেশনটির উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই করানোর পরিকল্পনা ছিল ভারতীয় রেলের। প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সময় দিতে না-পারায় উদ্বোধন থমকে যায়।