এক নজরে

#SealdahMetro : বৃহস্পতিবার থেকেই ছুটবে শিয়ালদহ মেট্রো

By admin

July 14, 2022

কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার থেকে বাণিজ্যিকভাবে শুরু হতে চলেছে শিয়ালদহ মেট্রো (Sealdah Metro) স্টেশনের যাত্রী পরিষেবা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই পরিষেবা শুরু হওয়া নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট উত্তেজনা চোখে পড়ছে কারণ একবার এই স্টেশন থেকে পরিষেবা চালু হয়ে গেলে উপকৃত হবেন লক্ষাধিক মানুষ। যারা প্রতিদিন শিয়ালদহ (Sealdah Metro) স্টেশন হয়ে যাতায়াত করেন তাঁদের অনেকটা সুবিধা হবে। পাশাপাশি সল্টলেক সেক্টর ৫-এর আইটি হাবের কর্মীদের জন্যে সবচেয়ে সুগম হবে এই পথ। অনেক কম সময়ে অফিস পৌঁছনোর মোক্ষম মাধ্যম হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ (Sealdah Metro) স্টেশন।

বৃহস্পতিবার থেকে শিয়ালদহ (Sealdah Metro) ও সল্টলেক সেক্টর ৫-এর মধ্যে চলবে মোট ১০০টি মেট্রো। তার মধ্যে ৫০টি ইস্ট বাউন্ড ও ৫০টি ওয়েস্ট বাউন্ড। কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনের ব্যস্ত সময়ে প্রতি ১৫ মিনিট অন্তর মিলবে মেট্রো। অন্যদিকে দিনের বাকি সময় দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে ২০ মিনিটের। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৫ মিনিটে। অন্যদিকে সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়।

অন্যদিকে শিয়ালদহ (Sealdah Metro) থেকে সল্টলেক সেক্টর ৫ যাওয়ার দিনের শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৩৫ মিনিটে। সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে ৯ টা ৪০ মিনিটে। এই পরিষেবা পাওয়া যাবে সোমবার থেকে শনিবার পর্যন্ত। সপ্তাহের একটি দিন অর্থাৎ রবিবার আপাতত বন্ধ রাখা হবে এই রুটের মেট্রো পরিষেবা। দিনের ব্যস্ততম সময়ে প্রতি ১০ মিনিট অন্তর পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। যদিও অন্যান্য সময়ে প্রতি ১২ মিনিট অন্তর মিলবে মেট্রো।

অন্যদিকে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ শিয়ালদহ মেট্রো স্টেশন পরিদর্শনে যাবেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল এবং অন্যান্য নেতৃত্ব।