এক নজরে

পুজোর চারদিন এস বি পার্কে দুগ্গার হেঁসেল

By admin

October 16, 2020

কলকাতা বুরো : পুজোর চারদিন অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী এস বি পার্কে বসবে দুগ্গার হেঁসেল। কোটা , ধোয়া , রান্না, বাছা সব দায়িত্ব পুজা কমিটির। পাত পেরে খাওয়ানো হবে সমাজের দরিদ্র ও নিরন্ন মানুষকে। এস বি পার্ক পুজা কমিটি থেকে জানানো হয়েছে করোনা আবহে অনেক মানুষ কাজ হারিয়েছেন। সবাই পুজোর কয়েকদিন আনন্দ করবে। সে সময় কিছু মানুষ অনাহারে বা অর্ধাহারে থাকবে সেটা কখনোই কাম্য নয়। এলাকার সেই সব মানুষের কথা ভেবেই এই আয়োজন। দুর্গাপুজোর একটা মানবিক দিক তুলে ধরতে চাইছেন এস বি পার্কের কর্মকর্তারা।

কি থাকছে মেনুতে ? ষষ্ঠীর দিন আয়োজন করা হবে ভাত, ডাল, আলুভাজা, পাঁচমিশালি তরকারি ও মিষ্টির। সপ্তমীর দিন থাকছে ভাত , ডাল, আলুভাজা, পাঁচমিশালি তরকারি ও ডিমের ডালনা। অষ্টমী ও নবমীতে মেনু ভাত, ডাল, পোলাও ও মাংস। জানা গেছে পুজো শুরুর আগেই পরিবারগুলোর হতে কুপন ধরিয়ে দেওয়া হবে। পুজা কমিটি সেই কুপন নিয়ে পৌঁছে যাবে পরিবারগুলোর কাছে। সেই কুপন নিয়ে পুজোর কয়েকদিন মণ্ডপে এলেই সামাজিক দুরত্ববিধি মেনে হেঁসেল থেকে খাবার তুলে দেওয়া হবে মানুষের হাতে।

এবারে সুবর্ণজয়ন্তী বছর উদযাপন করছে এস বি পার্ক। এই বছরে মায়ের সন্তানদের মুখে হাসি ফোটাতে তাই আরো বেশি করে তত্পর পুজা কমিটি। ঠাকুরপুকুরের এস বি পার্কের এই অভিনব ভাবনায় খুশি সব পল্লিবাসি।