এক নজরে

সপ্তমীর সকালে মণ্ডপে ভিড় নেই

By admin

October 23, 2020

কলকাতা ব্যুরো : সকাল থেকে আকাশের মুখ ভার। পুকুর বা নদীতে গিয়ে কলাবউ স্নান করিয়ে সপ্তমী পূজা শুরুর তোড়জোড় চারিদিকে। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, সপ্তমীর সকাল থেকেই বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। যদিও দুপুর পর্যন্ত আকাশের গোমড়ামুখই দেখে চলা, বৃষ্টি তেমন নেই। কোথাও মণ্ডপে মণ্ডপে মাইকে পুরোহিতের মন্ত্র চলছে। বাজছে ঘন্টা। বাজছে ঢাক। গুটিকয়েক মহিলা পুজোর উপাচার সাজাতে ব্যস্ত। কিন্তু হাইকোর্টের নো এন্ট্রি নির্দেশ প্রভাব ফেলেছে দর্শনার্থীদের উপরে।

মাঝেমাঝেই পূজামণ্ডপের মাইকে ঘোষণা, হাইকোর্টের নির্দেশ স্মরণ করিয়ে দিচ্ছেন উদ্যোক্তারা। শনিবার অষ্টমী। বাঙালির অঞ্জলীর ধুম পড়ে যায় মণ্ডপে। কিন্তু এবার যে আর মণ্ডপের ভিতরে অঞ্জলি দেওয়া যাবে না, সে কথা বাড়বাড় ঘোষণা চলছে মাইকে। তারই মধ্যে অবশ্য কচিকাচাদের নিয়ে বেরিয়ে পড়েছেন অনেকেই। মণ্ডপ থেকে দূরে কোথাও চোখে পড়ছে জটলা। শহরের উত্তর থেকে দক্ষিনে।

নাকতলা উদয়ন সংঘ বা মহম্মদ আলী পার্ক, দমদম তরুণ দল থেকে বেহালা যাত্রিক- মোটামুটি সর্বত্রই ছবিটা একরকম। দর্শকেরও ঠাকুর দেখার কৌতুহল রয়েছে, উদ্যোক্তা চাইছেন, তার মণ্ডপ থেকে প্যান্ডেল দেখুক জনতা জনার্দন।

কিন্তু সব পক্ষই আবার হাইকোর্টের রায়ের ভয় কিছুটা যেন দ্বিধাগ্রস্ত। একজন কাছে টানতে আরেকজন মন্ডপের কাছে যেতে উন্মুখ। মোটামুটি ষষ্ঠীর দিনের ছবি যেন কলকাতার রাস্তায় সপ্তমীর সকালেও। পথে ভিড় আছে, আছে রাস্তার মোড়ে দলবেঁধে ঠেক। যেখানে মন্ডপ মাঠের মধ্যে, একটু বড় জায়গা নিয়ে, সেখানেও মোটামুটি ছড়িয়ে-ছিটিয়ে চলছে সপ্তমীর সকালের আড্ডা।