এক নজরে

আর্থিক দুর্নীতি মামলায় ১৪ দিনের জেল হেফাজত সঞ্জয় রাউতের

By admin

August 08, 2022

কলকাতা ব্যুরো: শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। সোমবার তাঁর ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ২২ অগস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকবেন সঞ্জয় রাউত। এর আগে দু’দফায় ইডি হেফাজতে ছিলেন উদ্ধব শিবিরের শিবসেনার রাজ্যসভার সাংসদ। পত্রা চাওল দুর্নীতি মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করার পর সম্প্রতি ইডি উদ্ধব ঠাকরের শিবসেনা গোষ্ঠীর নেতা সঞ্জয়কে গ্রেফতার করে ইডি।গ্রেফতার হওয়ার আগে সঞ্জয় রাউত টুইটে লিখেছিলেন, মিথ্যা প্রমাণের ভিত্তিতে মিথ্যা অভিযান৷ মরে গেলেও আত্মসমর্পণ করব না। শিবসেনা ছাড়ব না। কোনও কেলেঙ্কারিতে আমি জড়িত নই। শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের নামে শপথ নিয়ে কথাগুলি বলছি। বালাসাহেব আমাদের লড়াই করা শিখিয়েছেন। শিবসেনার জন্য লড়াই আমি চালিয়ে যাব। এদিকে শনিবার এই মামলায় সঞ্জয়-পত্নী বর্ষা রাউতকেও ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি।শিবসেনার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন বলেই সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার আগে সঞ্জয় নিজেও অভিযোগ করেন, তিনি বিজেপির বিরুদ্ধে সরব ছিলেন। তাই তাঁকে হেনস্তা করা হচ্ছে। কংগ্রেস অবশ্য তাঁর পাশে থেকেছে। মল্লিকার্জুন ছাড়া রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশে সঞ্জয়কে হেনস্থা করা হয়েছে ইডিকে দিয়ে।