এক নজরে

দিল্লির নয়া পুলিস কমিশনার হচ্ছেন সঞ্জয় অরোরা

By admin

July 31, 2022

কলকাতা ব্যুরো: দিল্লির পুলিস কমিশনার হচ্ছেন তামিলনাড়ু ক্যাডারের আইপিএস অফিসার সঞ্জয় অরোরা। রাকেশ আস্থানার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিসের (আইটিবিপি) ডিজির দায়িত্বে ছিলেন সঞ্জয়। সশস্ত্র সীমা বলের ডিজি এসএল থাওসেনই আপাতত আইটিবিপি সামলাবেন। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ১৯৮৮ ব্যাচের আইএএস অরোরা ১ অগস্ট থেকে দায়িত্ব নেবেন। অরুণাচল প্রদেশ-গোয়া-মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ক্যাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে সঞ্জয়কে।সঞ্জয় অরোরা জয়পুরের মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। আইপিএস-এ যোগদানের পর, তিনি প্রাথমিকভাবে তামিলনাড়ুতে পুলিস সুপারিনটেনডেন্ট (এসপি), স্পেশাল টাস্ক ফোর্স সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। কুখ্যাত ডাকাত বীরাপ্পনের গ্যাংয়ের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য রয়েছে তাঁর। এর জন্য তিনি মুখ্যমন্ত্রীর বীরত্ব পদক পান।১৯৯১ সালে, এলটিটিই উত্তেজনার সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা গোষ্ঠী গঠনে তাঁর বিশেষ ভূমিকা ছিল। ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত মুসৌরিতে ফোর্স অ্যাকাডেমির প্রশিক্ষক ছিলেন অরোরা। কোয়েম্বাটুর শহরের পুলিস কমিশনার ছাড়াও চেন্নাইতে অপরাধ ও ট্রাফিকের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব সামলেছেন। ২০২১-এর অগস্টে সঞ্জয় অরোরা আইটিবিপির প্রধান হন।