এক নজরে

না-অর্জুন, ভিন্নমুখ

By admin

August 23, 2020

কুস্তিগীর সাক্ষী ক্ষোভ উগড়ালেন ট্যুইটে

কলকাতা ব্যুরো: অর্জুন পুরস্কার না পাওয়ায় এক হতাশ ক্রীড়াবিদ ক্ষোভ উগরে দিলেন প্রকাশ্যে। আর বাংলার আরেক ক্রীড়াবিদ, বিশ্বে সর্বকনিষ্ঠ হিসেবে সপ্তশৃঙ্গ ও সপ্ত আগ্নেয়গিরি জয়ী এবং দেশে প্রথম এই সন্মান নিয়ে আসা সত্যরূপ সিদ্ধান্ত হতাশ এই পুরস্কারের জন্য মনোনীত না হওয়ায়।

অর্জুন পুরস্কার না পাওয়ায় ক্ষোভ উগরে দিলেন রিও অলিম্পিকে পদকজয়ী মহিলা কুস্তিগীর সাক্ষী মল্লিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুকে উদ্দেশ্য করে লেখা দীর্ঘ চিঠি ট্যুইট করে তাঁর প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছেন সাক্ষী। দেশের জন্য স্বীকৃতি আনার পরেও অর্জুনের মতো সন্মান না পেয়ে হতাশ সাক্ষীর প্রশ্ন, দেশের জন্য আর কোন কোন পদক আনলে অর্জুনের জন্য নাম মনোনীত হবে?

বাংলার ছেলে সত্যরূপ অবশ্য মনোনীত না হয়ে হতাশ হলেও আশা হারাতে নারাজ। এবার যে পাঁচজনকে তাঁর বিভাগে অর্জুন দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে তিনি শুধু তাঁদের সঙ্গে নিজের পারফরম্যান্সের তফাৎটা বুঝিয়ে দিতে চান। এবার যাঁরা তাঁর বিভাগে অর্জুন পাচ্ছেন তাঁদের প্রতি সম্মান রেখেই সত্যরূপ বলেন, এঁরা সকলেই নিশ্চয়ই এভারেস্ট জয় করেছেন। এদের মধ্যে একজন ছ’দিন সময় নিয়েছেন। যে অভিযান করতে বাংলার ছন্দা গায়েনও তিনদিন সময় নিয়েছিলেন।

আর সত্যরূপ শুধু ভারতের প্রথম সপ্ত শৃঙ্গ ও সপ্ত আগ্নেয়গিরি জয়ী নন, ইতিমধ্যে তিনি অভিযান করে এসেছেন সাউথ পোল। এরমধ্যে দু’বার নর্থ পোল অভিযানের টার্গেট নিয়ে ফেলেছেন। কিন্তু একবার রাশিয়া ও ইউক্রেন গোলমালে অভিযান শুরুর মুহূর্তে তাঁকে ফিরতে হয়। আবার এ বছর এপ্রিলে সব প্রস্তুতি থাকলেও বাদ সাধে করোনা। আপাতত তাই বছর শেষে নেপালের ৬ হাজার ৮০০ ফুটের আমাদাবাল্ম পাহাড় জয় টার্গেট তাঁর।

পাহাড় জয়ের নেশায় নিজের তথ্য প্রযুক্তি ইঞ্জিনিয়ারের পেশা একরকম ছেড়েছেন। আর এই পর্বত অভিযান করতে গিয়ে দেনার পাহাড়ে ডুবেছেন। তাই অর্জুনের মতো কিছু জাতীয় স্বীকৃতি পেলে একদিকে যেমন উৎসাহ বাড়ে, একইসঙ্গে আগামী দিনে নতুন অভিযানের জন্য হয়তো কিছু আর্থিক সাহায্যও পাওয়া যেতো। এখন দেনার দায়েই বেশি ভাবাচ্ছে বাংলার সপ্ত শৃঙ্গ ও সপ্ত আগ্নেয়গিরি জয়ী সত্যরূপকে।