এক নজরে

#RussiaUkraine: ভারতীয়দের ফেরাতে ইউক্রেন যাচ্ছে বায়ুসেনা

By admin

March 01, 2022

কলকাতা ব্যুরো: রাশিয়া থেকে ভারতীয় ছাত্রছাত্রী তথা নাগরিকদের উদ্ধারকাজে এবার নামছে ভারতীয় বায়ুসেনা। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় বায়ুসেনাকে এই কাজে সামিল হতে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে দেশের বিদেশ মন্ত্রক আরও একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে ছাত্রছাত্রী-সহ অন্য ভারতীয়দের মঙ্গলবারের মধ্যে যত দ্রুত সম্ভব কিভ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেনে বা অন্য কোনও যান, যা কিছু পাওয়া যায়, তাতেই তাঁরা যেন কিভ ছেড়ে বেরিয়ে আসেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। সম্ভবত আজ মঙ্গলবার ‘অপারেশন গঙ্গা’র অংশ হিসেবে ভারতীয় বায়ুসেনার একাধিক সি-১৭ এয়ারক্রাফ্ট রওনা দেবে।

মঙ্গলবার, ইউক্রেনের ভারতীয় দূতাবাসের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, পড়ুয়া সহ সব ভারতীয়দের আজই কিয়েভ ছাড়তে হবে। ট্রেনে বা যে কোনও উপায়ে ছাড়তে হবে কিয়েভ। এর আগে দূতাবাসের তরফ থেকে কিয়েভের রেল স্টেশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ভারতীয়দের। সেখানে থাকার কথা বিশেষ ট্রেন, যাতে চেপে দেশের পশ্চিম দিকে যাওয়া সম্ভব। এ দিনের নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, যাতে প্রত্যেক ভারতীয় আতঙ্কিত না হয়ে, ঠাণ্ডা মাথায় কিয়েভ ছাড়ার চেষ্টা করেন। স্টেশনে যে পরিস্থিতিই তৈরি হোক না কেন, তাতে অযথা উদ্বিগ্ন না হওয়ার কথাই বলা হয়েছে।

জানা গিয়েছে, ভারতীয় পড়ুয়াদের ইউক্রেনের প্রতিবেশী দেশ, হাঙ্গারি, রোমানিয়া, পোল্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সেখান থেকে তাঁদের দিল্লি উড়িয়ে আনার পরিকল্পনা রয়েছে ভারতের। ভারতের এই উদ্ধারকাজ যার পোশাকি নাম দেওয়া হয়েছে অপারেশন গঙ্গা, তার জন্য একটি নির্দিষ্ট টুইটার হ্যান্ডেল তৈরি করা হয়েছে। সেই টুইটার হ্যান্ডেলে ওই প্রতিবেশী দেশগুলির হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। এখনও ইউক্রেনে ১৬ হাজার ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তার মাধ্যমে সাহায্যের আবেদন জানাচ্ছেন।

২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের আকাশপথ বন্ধ রয়েছে। ইউক্রেন পশ্চিম সীমান্তে অবস্থিত রোমানিয়া, হাঙ্গেরি থেকে শুধুমাত্র প্রাইভেট বিমানে ভারতীয়দের নিয়ে আসা হচ্ছিল। ২৬ ফেব্রুয়ারি থেকে ভারত এই উদ্ধার অভিযানে নামে। প্রায় ১৪ হাজার ভারতীয় সেখানে রয়েছেন।

এবার এই ‘অপারেশন গঙ্গা’ অভিযানে গতি আনতে ভারতীয় বায়ুসেনাকেও নিযুক্ত করার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি উল্লেখ করেছেন, এতে কম সময়ের মধ্যে আরও বেশি ভারতীয়কে নিয়ে আসা সম্ভব হবে। এই সি-১৭ এয়ারক্রাফ্ট ইউক্রেনে ত্রাণ সামগ্রী পাঠাতেও ব্যবহার করা হবে।

ইউক্রেন-রাশিয়ার পরিস্থিতি ক্রমশ বদলাচ্ছে এবং তাতে আরও বেশি উদ্বেগে বিশ্ব। এই সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করতে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতিকে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারকার্যে ভারত সরকারের পদক্ষেপগুলি জানান মোদী।