এক নজরে

করোনা কালে ‘রুশ বিপ্লব’

By admin

August 12, 2020

কলকাতা ব্যুরো: আরো একটা দুনিয়া কাঁপানো দশ দিন না হোক, সাত মাসের মধ্যে করোনা ভ্যাকসিন আবিষ্কার করে আরো একবার বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিলো রাশিয়া। আগেই ঘোষণা ছিলো, ১২ অগস্টের মধ্যে করোনার ভ্যাকসিন আবিষ্কার করবে রাশিয়া। কিন্তু একদিন আগেই মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, রাশিয়ার ওই ভ্যাকসিন আবিষ্কারের কথা। তাঁর ওই দাবিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে, তবে কি আরও এক রুশ বিপ্লব সেরে ফেলা হলো গোপনে?

ইতিমধ্যেই ওই ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। প্রেসিডেন্ট পুতিনের মেয়ের ওপরেই তার পরীক্ষামূলক প্রয়োগে তিনি সুস্থ আছেন। সূত্রের খবর, ইতিমধ্যেই বিশ্বের ২০ টি দেশ থেকে ১০০ কোটি ভ্যাকসিনের বরাত এসেছে রাশিয়ার। বিশ্বের অন্যান্য দেশ যখন ভ্যাকসিন তৈরিতে নেমেছে তখন রাশিয়ার এই সাফল্য নজর কেড়েছে গোটা বিশ্বেরই।সাফল্যের এই দাবির মধ্যেও প্রশ্ন যে নেই তা নয়। কলকাতারই কোনো কোনো চিকিৎসক যেমন বলছেন, শুধু সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের অনুমোদনই যথেষ্ট নয়, প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন। এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়ার বক্তব্য, ওই ভ্যাকসিন করোনার এন্টিবডি তৈরি করছে। কিন্তু তার স্থায়িত্ব কতদিন? সেটা নিশ্চিত হওয়া দরকার।

আবার বিশিষ্ট চিকিৎসক কুনাল সরকার যেমন বলছেন, যে কাজ করতে সাধারণভাবে ১৫ বছর সময় লাগে, সেটা যে মাত্র সাত মাসের মধ্যেই করা গেলো এটা বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি। অনেক দেশই সেই চেষ্টা চালাচ্ছে।অতীতেও কিন্তু এমন অনেক অভাবনীয় ঘটনা ঘটিয়েছে রাশিয়া। নাসা তৈরির পর সবার নজর যখন সেদিকে, তখন মহাকাশে প্রথম নভোসচর হিসেবে ইউরি গ্যাগরিনকে পাঠিয়েছিলো সোভিয়েত ১৯৬১ সালে। প্রথম মহিলা নভোসচর হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সোভিয়েতের ভ্যালেন্টাইন তেরেসস্কভা। এগুলো ওদের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই রয়েছে।