এক নজরে

বিস্ফোরণে হঠাৎই কেঁপে উঠল কাবুল, রকেট হামলা: হতাহত বহু

By admin

November 21, 2020

কলকাতা ব্যুরো : শনিবার হঠাৎ-ই ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। সরকারিভাবে জানা গেছে এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণ ও রকেট হামলার ভয়াবহ শব্দে এখনো ভয়ে কাঁটা হয়ে আছে আফগানিস্তানের কাবুলে শহরের বাসিন্দারা।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিভিন্ন ছবি প্রকাশিত হয়েছে। দুটি বাড়িতে রকেট হামলায় গর্ত হয়ে গেছে এরকম ছবি দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। ঘনবসতিপূর্ণ এলাকায় দেশ বিদেশের অনেক দপ্তর রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই নিয়ে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে ভিন্ন ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। তিনজন ঘটনায় আহত হয়েছেন।

কিছুদিন ধরে কাবুলে হামলার সংখ্যা অনেকটাই কমে ছিল। এদিকে এরই মধ্যে মার্কিন বিদেশ সচিব মাইক প্রমতেওর সঙ্গে তালিবানদের মধ্যস্থতাকারীদের আলোচনায় বসার কথা রয়েছে। এই আলোচনায় আফগান সরকার থাকবে বলে জানা গেছে। তালিবানরা জানিয়েছে তারা আর শহরের জনবহুল এলাকায় হামলা চালাবে না। তাহলে এই হামলার পিছনে কাদের হাত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।