রিভিউ

#Review: পঞ্চায়েত সিজন ২

By admin

May 29, 2022

মুখ্য অভিনয়ে সচিব জির চরিত্রে জিতেন্দ্র কুমার, প্রধান জি রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফেইজাল মালিক, চন্দন রায় আগের মতোই দারুণ অভিনয় করেছেন। কোনও আর্টিফিশিয়াল মেকাপ ছাড়া, চোখ ধাঁধানো সেট, গ্রাফিক্স এবং নামভারী অভিনেতা ছাড়াও যে এত ভালো সিরিজ অডিয়েন্সদের উপহার দেওয়া যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ডিরেক্টর দিপক কুমার মিশ্রা। রঘুবীর যাদব এবং নীনা গুপ্তার অভিনয়ের নাব্যতা বলিউড বুঝতে পারলেও জিতেন্দ্র কুমার ওরফে জিতু ভাইয়া যে কত বড় মাপের অভিনেতা সেটা বোঝা বলিউডের উচিত। যখনই tvf এর কোন সিরিজ আসে তখন তা দর্শকের মন জয় করে, এবারও তাই হলো।

প্রথম সিজেনের সিম্প্লিসিটির সাথে এইবার পঞ্চায়েত-এ এমএলএ সাহেবের চরিত্রে পঙ্কজ ঝা অল্প সময়ের জন্য স্ক্রিন পেলেও দর্শকদের মন জয় করেছেন। মূলত এমএলএ আর বনরাক্ষাস ভুষানের জন্যই পঞ্চায়েত ওয়েব সিরিজের প্রথম সিজনের থেকেও দ্বিতীয় সিজনে গ্রামের প্যালিটিকাল প্রেক্ষাপট বেশি ধরা পড়েছে। গ্রামের রাস্তা সংস্কার থেকে শুরু করে শৌচালয় বানানো অবধি সবতেই গ্রাম্য রাজনীতির ছাপ স্পট।

প্রথম সিজন যেখানে শেষ হয়েছিল সেই জলের ট্যাঙ্ক থেকেই ২ সিজনের শুরু। তবে এই সিজনে রিঙ্কির সঙ্গে সচিব জির লাভের ফার্স্ট সাইট বা মিষ্টি বন্ধুত্ব দেখা যাবে।