কলকাতা ব্যুরো: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এখনও গভীর কোমায় আচ্ছন্ন। কিন্তু সামান্য হলেও চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন বলে দিল্লির রিসার্চ অ্যান্ড রেফারেল আর্মি হাসপাতালের বুলেটিনে শুক্রবার জানানো হয়েছে। চিকিৎসকরাও আশাবাদী। তাঁদের বক্তব্য, লড়াই করছেন প্রণববাবু। রোগীর এই লড়াইটাই আশাব্যঞ্জক। টানা চারদিন তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন। মস্তিষ্কে অপারেশনের পর তাঁকে ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার মেয়াদ শেষ হয়েছে।
Add A Comment