এক নজরে

#Sri Lankan Army: দেশবাসীর কাছে শান্তি বজায় রাখার আবেদন লঙ্কা সেনাপ্রধানের

By admin

July 10, 2022

কলকাতা ব্যুরো: একেই বলে গণঅভ্যুত্থান৷ নাগরিকদের বুকের ভিতর ধিকিধিকি জ্বলতে ধাকা বিদ্রোহের (Sri Lankan Army) আগুন শুক্রবার যেন আগ্নেয়গিরির লাভার মতো ফেটে বেরিয়ে পড়ে৷ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদ দখল নেয় বিক্ষোভকারীরা৷ পদত্যাগী প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের বাসভবনে আগুন জ্বালিয়ে দেয় তারা৷

দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি৷ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মুখে অসহায় পুলিস ও সেনাবাহিনী (Srilankan Army)৷ তাই দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দেশবাসীর কাছেই পুলিসকে সাহায্য করার আবেদন জানালেন সেনাবাহিনী প্রধান শাভেন্দ্র সিলভা৷

রবিবার জেনারেল সিলভা বিবৃতি জারি করে বলেন, ‘এই সংকটময় পরিস্থিতি থেকে শান্তির পথে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে৷ তাই শ্রীলঙ্কার মানুষদের বলব, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিস ও সেনাবাহিনীকে সাহায্য করুন৷’ বৈদেশিক ঋণের জালে জড়িয়ে সর্বশান্ত শ্রীলঙ্কা নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে৷ দেশের এই চরম দুর্দশার জন্য রাজাপক্ষে পরিবারকে দুষেছেন শ্রীলঙ্কার মানুষ৷ দেশের মানুষ খেতে পারছে না, অর্থনীতি থমকে, শিল্প নেই, জ্বালানি নেই, বিদ্যুতের কোনও ব্যবস্থা নেই৷ এই পরিস্থিতি কতদিন চলবে, কেউ জানে না৷

দেওয়ালে পিঠ ঠেকে গিয়ে শনিবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে পড়ে সাধারণ মানুষ৷ যে দৃশ্য দেখা গেল, তা আক্ষরিক অর্থে উত্তাল জনসমুদ্র৷ শুধু প্রেসিডেন্টের প্রাসাদ দখল করেই জনতা শান্ত হয়নি৷ তাঁর সাধের সুইমিং পুলে নেমে পড়ে সাধ মিটিয়েছে অনেক যুবক৷ রাজাপক্ষের রান্নাঘরে ঢুকে ইচ্ছেমতো খাবার খেয়েছে তারা৷ কেউ কেউ ঢুকে পড়েছে একেবারে তাঁর বেডরুমে৷ বহুমূল্য খাটে দুধসাদা চাদরে পা দিয়ে জনতা প্রেসিডেন্টের বিরুদ্ধে ঘৃণা উগড়ে দিয়েছে৷

পুলিসের সঙ্গে বিদ্রোহী জনতার দফায় দফায় সংঘর্ষ চলেছে দিনভর৷ রাজপথ রক্তাক্ত হয়েছে। অনেক জায়গায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছে যুবকরা। পরিস্থিতি কার্যত সরকারের আয়ত্তের বাইরে চলে গিয়েছে। দেশের বহু বিশিষ্ট ব্যক্তি বিদ্রোহীদের পাশে দাঁড়িয়েছেন। সনত জয়সূর্যের মতো শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক পর্যন্ত টুইট করে প্রেসিডেন্টের উদ্দেশে লেখেন, আপনার প্রাসাদের দেওয়াল লিখন স্পষ্ট। দয়া করে আপনি সরে দাঁড়ান৷ দেশজুড়ে বিক্ষোভের মুখে শেষপর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন গোতাবায়া৷ আগামী ১৩ জুলাই তিনি ইস্তফা দেবেন৷