এক নজরে

শতবর্ষে টালা বারোয়ারি

By admin

September 25, 2020

কলকাতা ব্যুরো : ১৯২১ সালে পূজো শুরু হয় টালা বারোয়ারিতে । এবার শতবর্ষ। কিন্তু অভাব স্পন্সরশিপের। পুজোর কাজ আরম্ভ হয়ে গেছে। আপাতত ব্যাক্তিগত ডোনেশনের ওপর নির্ভর করেই কাজ চলছে। শতবর্ষে কোনো বিশেষ অনুষ্ঠান ? মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সে রকম কিছুই হচ্ছে না। জানিয়ে দিলেন টালা বারোয়ারির পূজা কমিটির সদস্য শুভ্রজিত পাল। ইচ্ছা থাকলেও নিরুপায়। তবে ক্লাব সদস্যদের আশা এবার হয়তো মুখ্যমন্ত্রী আসবেন পূজো উদ্বোধনে। সে ব্যাপারে তাঁকে চিঠিও দেওয়া হযেছে। সময় সুযোগ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ই উদ্বোধন করবেন টালা বারোয়ারির শতবর্ষের দুর্গোৎসব।

এবারের থিম কি ? এখনও সেটা সাসপেন্স। তবে এইটুকু জানা গেছে থিমের নাম ‘ ইন্ডিয়ান আর্মি ফর পিস ‘। ভার্চুয়ালে পূজো দেখা যাবে প্রতি বছরের মতোই। এ ছাড়া ফেসবুক বেশ কয়েকটি আছে এই পূজো কমিটির। সেখানেও পূজো দেখতে পাবেন সবাই। প্রতিমা শিল্পী ? সে ব্যাপারেও মুখ খুলতে নারাজ পূজা কমিটি। তবে কি চমকে দেবার মত কিছু হচ্ছে। সেটা পুজোর দিনগুলোতেই জানতে পারবেন সবাই। তবে দুঃখের খবর আগের বারের ৩০ লাখের বাজেট এবারে কমে দাঁড়িয়েছে ১৫ লাখে। এই দিয়েই শতবর্ষের পূজা সারবে টালা বারোয়ারি।

ছবি সৌজন্যে- টালা বারোয়ারি