এক নজরে

নরেন্দ্রপুরের গ্রীন পার্ক পূজো কমিটির এবারের পুজোর থিম “ঐতিহ্যর কাছে ফিরে যাওয়া “

By admin

October 03, 2020

কলকাতা ব্যুরো : ঐতিহ্যর কাছে ফিরে যাচ্ছেন এবার নরেন্দ্রপুরের গ্রীন পার্ক পূজো কমিটির উদ্যোক্তারা। একটি বিশাল রাজবাড়ির ঠাকুরদালান তৈরির কাজ ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায় এসে উপস্থিত হয়েছে। মণ্ডপ তৈরির কাজ শুরু হয় প্রায় দেড় মাস আগে ১৫ আগস্টে। কথায় কথায় তা জানালেন ওই পূজো কমিটির সম্পাদক বিশ্বজিৎ দাস। এই পূজো কমিটি দক্ষিণ চব্বিশ পরগনার একমাত্র পূজো কমিটি যারা গত বছর কার্নিভালে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল।

থিম বর্ণনাও দিলেন বিশ্বজিৎ বাবু। শুধু ঠাকুরদালানই নয়। থাকছে বিশাল অট্টালিকা সমেত বহু ঘর। তাতে বিভিন্ন সব পৌরাণিক দেব দেবীর মূর্তি খোদাই করা। বড় বড় ঝাড় লন্ঠন। এমনকি মণ্ডপের বাইরে সিংহ দুয়ার। দেবীর পিছনে বড়ো ময়ূরপঙ্খী চালচিত্র। ঢুকেই দেখা যাবে ছাদনাতলা। এ ছাড়াও থাকছে করোনা মহামারির জন্য বিশেষ ব্যবস্থাও। তৈরি হচ্ছে স্যানিটাইজার টানেল। প্রয়োজনে দেওয়া হবে মাস্ক ও স্যানিটাইজারও। প্রতিবারের মতো থিম সং ও তৈরি করছে পূজো কমিটি।

এবারে ৬১ বছরে পদার্পণ করবে এই পূজো কমিটি। প্রতিমা শিল্পী সুশান্ত দাস। অন্য বারের মত এবারেও ফেসবুক লাইভে কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করবে পূজা কমিটি।

ছবি সৌজন্যে- নরেন্দ্রপুরের গ্রীন পার্ক পূজো কমিটি