এক নজরে

থিম থেকে সাবেকি পুজোয় এবার মহামায়াতলা ইস্ট মিলনী দুর্গোৎসব

By admin

October 02, 2020

কলকাতা ব্যুরো : ৬৫ বছরে এবার পদার্পণ করলো মহামায়াতলা ইস্ট মিলনী দুর্গোৎসব। দক্ষিণ কলকাতার পূজা কমিটির একটি বড়ো পূজো বলেই জানেন এলাকার বাসিন্দারা। বহু বছর ধরে থিম পূজো হয়ে আসছিল এখানে। এর আগের বছর থেকে সাবেকি পুজোয় ফিরে গেছে এই পূজো কমিটি। কারনটা আর্থিক। আগের বছর থেকেই আর্থিক মন্দা আরম্ভ হয়। থিম পুজোর বাজেট অনেক। তাই বাধ্য হয়েই সাবেকি পূজো করতে হচ্ছে এই দুর্গোৎসব কমিটিকে। এমনটাই জানালেন এই পূজা কমিটির সদস্যরা। ২০১৮ সালের ১৬ লাখের বাজেট ২০১৯ এ নেমে দাঁড়ায় ৮ লাখে। এবারে বাজেট ৬ থেকে সাড়ে ৬ লাখ।

তবে একেবারে পাড়ার পূজো। পাড়ার লোকের ইনভলভমেন্ট বেশি। উৎসাহ, উদ্দীপনা আছে পূজো কেন্দ্র করে। শুধু কি পূজো বহু সমাজসেবা মূলক কাজও করে এই দুর্গোৎসব কমিটি। “গতবছর আমরা ৫০০০০ গরীব ছেলে মেয়েদের বস্ত্র বিতরণ করেছিলাম” , জানালেন কমিটির সভাপতি নজরুল আলি মণ্ডল।
পুরস্কার ও পেয়েছে এই পূজো কমিটি। “গতবছর এই পূজো পরিবেশের জন্য বারুইপুর পুলিশ থেকে প্রথম পুরস্কার পায়” , বললেন এই পুজোর সম্পাদক প্রদীপ চক্রবর্তী। পুজোর কার্যনির্বাহী সম্পাদক সাম্যব্রত দত্ত জানিয়েছেন, “এবারে ভালো পূজো হবে। সরকারের সমস্ত গাইডলাইন মেনে পূজো করছি আমরা। চারদিক খোলা মণ্ডপ হচ্ছে। ১০০ ফুট বাই ২৬ ফুট। গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতেই প্রতিমা দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। ”

এবারও এই পূজো কমিটি দুস্থ ছেলেমেয়ে দের বস্ত্র বিতরণ করার পরিকল্পনা করছে। সব মিলিয়ে পূজো কমিটির উৎসাহ-উদ্দীপনা এখন তুঙ্গে।

ছবি- মহামায়াতলা ইস্ট মিলনী দুর্গোৎসব