এক নজরে

সামর্থ নাই থাকুক ইচ্ছাই সব : হাতিবাগান নবীন পল্লী

By admin

September 22, 2020

কলকাতা ব্যুরো : রাজ্য সরকার বৈঠক করবেন। সে দিকেই চেয়ে হাতিবাগান নবীন পল্লী দুর্গোৎসব কমিটি। ওখানকার এক কর্মকর্তা অমিতাভ পাল জানালেন, কোভিড মহামারীতে পুজোয় সেরকম ধুমধাম নেই। ট্রেন না চললে ভিড় সেরকম হবে বলেও আশা নেই।

তবে এবারের স্বল্প সামর্থের মধ্যে সাধ্য মতো পূজো করতে চেষ্টা করবেন তারা। তাই থিমের নাম রাখা হযেছে , ‘সামর্থ নাই থাকুক ইচ্ছাই সব’। জায়গা অল্প তাই বুঝে শুনে এই পরিস্থিতিতে পূজো করছে হাতিবাগানয়ের এই ক্লাব। চেষ্টা করা হচ্ছে স্যানিটাইজার টানেল তৈরি করে তার পর দর্শনার্থীদের মণ্ডপে ঢোকাতে। ভিড় হলে যাতে সামলানো যায় তাই সদা জাগ্রত থাকবেন স্বেচ্ছাসেবকরা। এবারে ৮৭ বছরে পা দিলো এই দুর্গোৎসব। সদস্যরা আশা করছেন প্রতি বারের মতো এলাকার কাউন্সিলর অতীন ঘোষ এসেই এবারের পূজা উদ্বোধন করবেন। এবারের প্রতিমা শিল্পী প্রশান্ত পাল। ইচ্ছাশক্তি কতখানি কি করতে পারে সেটাই দেখার জন্য এখন বসে উত্তর কলকাতা।

ছবি সৌজন্যেঃ হাতিবাগান নবীন পল্লী