এক নজরে

হরিদেবপুর ৪১ পল্লীর এবারের থিম ‘বিবর্ণ’

By admin

September 19, 2020

কলকাতা ব্যুরো : ৬০ লাখ বাজেট ছিল গত বছর। এবারে কোভিডের ঠেলায় তা কমে দাঁড়িয়েছে ৭ -৮ লাখে। তবু একটু নতুনত্ব। থিম নির্ভর পূজো করতে চাইছে হরিদেবপুর ৪১ পল্লীর উদ্যোক্তারা। এবারে তাদের থিম ‘বিবর্ণ’। করোনা কি ভাবে প্রভাব ফেলেছে মানুষের জীবনে সেটাই দেখাতে চাইছেন পূজো উদ্যোক্তারা তাদের এই পুজোর মাধ্যমে। অবশ্য এর মধ্যেই কি করে জীবনকে বর্ণময় করা যায় সে কথাও বলা হবে এই পুজোর থিম।

পুজোর কোঅর্ডিনেটর দীপঙ্কর দাস পরিষ্কারই জানিয়ে দিলেন, এবারে আগের বছরগুলোর মত গ্ল্যামার থাকবে না। কর্পোরেট স্পন্সরশিপ নেই একেবারেই। লোকের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে যতটুকু পূজো হয় আর কি! তাতে আর কত ভালো পূজো হবে ? আক্ষেপ পূজো কমিটির গলায়। তবে ওয়েব কাস্টিং এবং নিজেদের ফেসবুক পেজই ভরসা। সেখানে পূজো দেখতে পাবেন সবাই। যারা বাড়ি থেকে বেরোতে পারছেন না , বয়ষ্ক মানুষজন তাদের কথা ভেবেই এই উদ্যোগ। এবারে ৬৩ বছরে পা দিলো হরিদেবপুর ৪১ পল্লী। প্রতিমা তৈরি করছেন শিল্পী দেবব্রত রায়।

ছবি সৌজন্যে- হরিদেবপুর ৪১ পল্লী