এক নজরে

সাবেকি প্রতিমা আর দক্ষিণ ভারতের মন্দিরে এবার পূজো মাত করবে কলেজ স্কোয়ার

By admin

September 22, 2020

কলকাতা ব্যুরো : বরাবরের মত সাবেকি প্রতিমাতেই আস্থা এবারেও কলেজ স্কোয়ারের। তৈরি হবে দক্ষিণ ভারতের আদলে মণ্ডপ। থাকছে ভোগের ব্যাবস্থা আর কুমারী পূজার আয়োজন। কোনো থিমে বিশ্বাস নেই কলেজে স্কোয়ারের। কথা হচ্ছিল কলেজে স্কোয়ারের পুজোর সেক্রেটারি বিকাশ মজুমদারের সঙ্গে। জানালেন, আমরা অন্য পুজোর মতো চমক দিই না। এবারেও অন্যথা হবে না। আমাদের বা বাগবাজারের পূজো ঐতিহ্যের পূজো। অন্যরকম পূজো করলে মানুষ নেবে না।

তবে পূজো নিয়ে অনিশ্চয়তা তো আছেই । করোনা অতিমারির জন্য পাকাপোক্ত ভাবে সব কিছু ঠিক করা হয়নি এখনও। উদ্বোধন কবে হবে বা কে করবেন এখনও সে নিয়ে অনিশ্চয়তা রয়েছে ৭৩ বছরে পা দেওয়া এই পুজোর। তবে আগের বারের মতই তাদের ঠাকুর তৈরি করছেন বিখ্যাত প্রতিমা শিল্পী সনাতন রুদ্র পাল। কোভিড মহামারিতে বিশেষ ব্যাবস্থা বলতে হাতে স্যানিটাইজার দেওয়া হবে। মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না মণ্ডপে। আগেরবার ৮০ লাখ টাকা বাজেট ছিল। এবার কাটছাঁট করা হয়েছে অনেক। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা আর আমফান দুর্গতদের জন্য টাকা দিয়ে তবে পূজো হচ্ছে। মানুষের অবস্থাও ভালো নয় এবার। সে সব কথা মাথায় রেখে রাজ্য সরকারের গাইড লাইন মেনেই পূজা হবে কলেজ স্কোযারে। তবে ট্রেন যদি বন্ধ থাকে তবে জনসমাগম ও তেমন হবে না বলে মনে করছেন উদ্যোক্তারা।

ছবি সৌজন্যে- (সামাজিক মাধ্যম)