এক নজরে

অর্ধেকের কম বাজেটে এবার পূজো সারবে বোস পুকুর তালবাগান দুর্গোৎসব কমিটি

By admin

September 22, 2020

কলকাতা ব্যুরো : মুখ্যমন্ত্রী স্বয়ং এসে পূজো উদ্বোধন করেন প্রত্যেকবার। এবারেও আসার কথা পূজো উদ্বোধনে। কলকাতার বড় পুজোগুলির মধ্যে নিঃসন্দেহে একটি বোস পুকুরের পূজো। তবে অন্যান্য বছরের মতো জৌলুস থাকবে কি? করোনা প্রকোপে একলাফে বাজেট নেমে গেছে । আগের বার বাজেট ছিল ৩০ লাখ। এবারে নেমে দাঁড়িয়েছে ১০ – ১২ লাখে। তবুও ভালো পূজো হবে বলেই আশা কর্মকর্তাদের।

প্রতিবারের মত এবারও থিমের পূজো করবে বোস পুকুর তালবাগান পূজা কমিটি। তবে থিম যে কি তা এখন গোপন রাখতে চায় তারা। ক্রমশ প্রকাশ্য। পুজোর দিন সাতেক আগে থিম প্রকাশ পাবে, এমনি বক্তব্য পূজো কমিটির সভাপতি শুভেন্দু ঘোষের। এবারে ২৯ তম বছরে পা দিল এই পূজা কমিটি। অসুবিধা একটাই। স্পন্সরশিপ পাচ্ছেন না সে রকম। ওয়েব কাস্টিং হচ্ছে। তবে কোন সংস্থাকে দিয়ে করানো হবে এখনই না ঠিক হয়নি। দুর্গাপূজার ফোরাম এবং সরকার কোভিড মোকাবিলায় যে গাইডলাইন দেবে সেই অনুযায়ী দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করবেন এবার মণ্ডপে।

ছবি সৌজন্যেঃ বোস পুকুর তালবাগান দুর্গোৎসব কমিটি