এক নজরে

থিম ছেড়ে সাবেকি পূজো এবার বাটানগর নিউল্যান্ড পূজা কমিটির

By admin

September 23, 2020

কলকাতা ব্যুরো : এর আগের বছর ইতালির রাজপ্রাসাদ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল বাটানাগর নিউ ল্যান্ড পূজা কমিটি। তার আগের বছরের থিম ছিল রাজস্থানের রাজপ্রাসাদ। মাঠে মেলা বসতো। পূজো উপলক্ষে যাত্রা উৎসব হতো। একবার সৌরভ গাঙ্গুলী নিজে এসে বাটানগরের এই পূজো উদ্বোধন করে গেছেন। এবারে কিছুই নেই সে সব। থিম ছেড়ে সাবেকি পূজো হবে এখানে।

সম্পাদক সংগ্রাম চ্যাটার্জি জানালেন, মেলার ডোনেশন থেকেই পুজোর আয় উঠতো। এবারে করোনার প্রকোপে মেলা বন্ধ করা হয়েছে। কিছু শুভাকাঙ্খী টাকা দিচ্ছেন। তাই দিয়েই পূজো হবে। বাড়ি বাড়ি গিয়ে চাঁদা নেবার ব্যাপার ছিল না কোনোদিনই। এবারে তো প্রশ্নই ওঠে না। ৭৪ বছরের পূজোকে করোনা নিস্তেজ করে দিয়েছে।

ছবি সৌজন্যে- বাটানগর নিউল্যান্ড পূজা কমিটি