এক নজরে

করোনার প্রকোপে ম্লান এবারে বরিশা উদয়ন পল্লীর পূজো

By admin

September 27, 2020

কলকাতা ব্যুরো : শুধু পূজো টুকু। ৫৩ বছরের পূজা কমিটি এর থেকে আর বেশি কিছুই ভাবতে পারছে না। প্রত্যেকবার থিমের পূজো হয় এখানে । এবারে তাও করা সম্ভব হচ্ছে না। স্পন্সরশিপ তো পাওয়াই যাচ্ছে না, তার ওপর চাঁদা নেবারও অসুবিধা আছে। করোনার রোগীর সংখ্যা বেশ ভালোই। পাড়ায় পাড়ায় চাঁদা সংগ্রহ করাও তাই বিপদ। ক্লাব সদস্যরা চাঁদা দিয়ে যতখানি পূজো করা যায় ততটুকুই। রাজ্য সরকারের দেওয়া গাইড লাইন মেনেই পূজো হবে এবার।

অবস্থা যা এ যেন নাই মামার থেকে কানা মামা ভালো বলেই মনে হচ্ছে উদ্যোক্তারা। এবারে প্রতিমা শিল্পী লক্ষণ কুমার পাল।

ক্লাব সদস্য রাজীব কুমার পাল জানালেন, প্রত্যেকবার বেশ অড়ম্বর করে পূজো হয়। কিন্তু এইবারই ব্যতিক্রম হবে।
ছবি সৌজন্যে- (বরিশা উদয়ন পল্লী)