এক নজরে

সত্যজিতের একশো বছর নিয়ে অপু ট্রিলজি করছে বাদামতলা ও আরো দুই ক্লাব

By admin

September 18, 2020

কলকাতা ব্যুরো : বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লী আর নেপাল ভট্টাচার্য স্ট্রিট অপু ট্রিলজি তুলে ধরছে এবারের দূর্গা পুজোয়।বাদামতলা আষাঢ় সংঘে দেখতে পাবেন অপু আর দুর্গাকে। বিষয়, ‘পথের পাঁচালী’। আপনাকে মনে করিয়ে দেবে মেঠো পথ, কাশবন আর ধান খেত। অতীত দিনের বাংলার গ্রামে চলে যাবেন আপনি। কু- ঝিক-ঝিক রেল গাড়ি দেখে অবাক হয়ে অপার বিস্ময় আর অনাবিল আনন্দ দুই কিশোর কিশোরীর চোখে মুখে। তারপর একটু পা চালিয়ে চলে আসুন নেপাল ভট্টাচার্য স্ট্রিটের দুর্গোৎসব দেখতে। সেখানকার থিম সত্যজিতের ছবি অবলম্বনে ‘অপরাজিত’। বলা যায় না গ্রাম বাংলার পর হয়তো পেতে পারেন বেনারসের দশাশ্বমেধ ঘাট। তারপর নেপাল ভট্টাচার্য ক্লাবে এলেই দেখবেন সংসার পেতে বসেছে অপু। বিষয়, ‘অপুর সংসার’। অথবা ছেলেকে কাঁধে তুলে মুখভর্তি দাড়ি নিয়ে অপু হাঁটা দিয়েছে গ্রামের রাস্তা ধরে। কি দেখবেন এটা সমস্তটাই সাসপেন্স। এখন বাতলে দিলে দেখার মজাটাই চলে যাবে।

এই তিন ক্লাব মিলে যে অপু ট্রিলজি করবে এটা এক্কেবারে ফাইনাল। কাজ শুরু হয়ে গেছে। বলা যায় জোর কদমে চলছে । জানালেন বাদামতলার সদস্য সন্দীপ চক্রবর্তী। এবার ৮২ বছরে পা দিলো বাদামতলা। কোভিড পরিস্থিতিতে সবথেকে গুরু দায়িত্ব সিকুউরিটি আর সেফটি। তাই এবার ড্রাইভ আইন দর্শনের বন্দোবস্ত করেছে বাদামতলা। ওয়েব কাস্টিং-র ও ব্যবস্থা থাকছে। আগের বারের থেকে বাজেট কমেছে প্রায় ৬০ শতাংশ। কিন্তু তবু ভালো করেই পূজো হবে বলে আশায় ক্লাব সদস্যরা। তবে গত বছর মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন। এবার কে করবেন এখনও ঠিক হয়নি। ২৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর মিটিং-র দিকে তাকিয়ে আছেন ক্লাব সদস্যরা।

ছবি সৌজন্যে- বাদামতলা আষাঢ় সংঘ