এক নজরে

অর্ধেকের কম বাজেট এবার আদি বালিগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা পরিষদের

By admin

October 04, 2020

কলকাতা ব্যুরো : এবারে ৯৪ বছরে পরলো আদি বালিগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা পরিষদ। প্রতি বারের মতোই এবারেও সাবেকি পুজোয় মাতবে এই পুজোর উদ্যোক্তারা। তবে এবার বাজেটে টান পড়েছে বেশ। কর্পোরেট স্পন্সরশিপ নেই বললেই চলে। “আগেরবারের বাজেট ছিল ১২ লাখ। এবারে করোনার জন্য বাজেট কমে দাঁড়িয়েছে অর্ধেকেরও কম”, জানালেন এই পুজোর সেক্রেটরি অভিরুপ রায় চৌধুরী।

আগের বছর শ্রীলেখা মিত্র এসে পূজো উদ্বোধন করেছিলেন। এ বছর কোনো মন্ত্রী এসে পূজো উদ্বোধন করতে পারেন বলে খবর। পূজো দেখা যাবে জিও বাংলা এবং টুডে স্টোরি নিউজ পোর্টালে। এছাড়া পূজো কমিটির নিজস্ব ফেসবুক তো আছেই। এবারের প্রতিমা শিল্পী অরুণ পাল অ্যান্ড সন্স।

ছবি সৌজন্যে- আদি বালিগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা পরিষদ