এক নজরে

পূজো হবে প্রতি বছরের মতোই

By admin

September 24, 2020

কলকাতা ব্যুরো : হাজরা মোড়ের ২২ এর পল্লী সার্বজনীন দুর্গোৎসব আগের বছরগুলোর মতোই পূজো করবে সমস্ত আচার মেনে। সাবেকি প্রতিমা, সাবেকি সাজ। একেবারে বাড়ির পূজো যেমন হয় ঠিক তাই। ঠাকুর আসার সঙ্গে সঙ্গে পাড়ার মহিলারা এসে মা কে বরণ করেন এখানে। কলকাতার সব জায়গায় এখনও এই রীতি রেওয়াজ মেনে পূজো বড় একটা দেখা যায় না।

সম্পাদক অমিতাভ গুহ জানালেন, এবার পূজো পড়ছে ৭৬ বছরে। প্রতিমা তৈরি করবেন জিতেন পাল। তবে অর্থ এবারে কম ওঠায় প্রতিমা ছোটো হবে। প্রত্যেকবার নবমীর রাতে শাস্ত্রীয় সঙ্গীতের যে আয়োজন হয় প্রতিমার সামনে সেটা নিয়েই চিন্তায় আছে পূজা কমিটি। সেটা এবার হবে কি না তা ঠিক হয়নি এখনও। গত বছর পর্যন্ত জায়েন্ট স্ক্রিন লাগিয়ে এই অনুষ্ঠান হয়েছে। তবে এই বছর করোনার কারণে তা কতখানি সম্ভব সেটাই দেখার।
ছবি সৌজন্যে-(২২ এর পল্লী সার্বজনীন দুর্গোৎসব)