এক নজরে

জনপ্রিয় অনলাইন রিটেল ফার্নিচার কোম্পানি অধিক গ্রহণ করল রিলায়েন্স

By admin

November 16, 2020

কলকাতা ব্যুরো : চমকের পর চমক । অনলাইন মার্কেটিং ক্রমশই নিজেদের জায়গা বিস্তার করছে রিলায়েন্স। অ্যামাজন ও ফ্লিপকার্টের হাত ধরে শুরু করলেও এবারে সেই বাজারে তাঁদের সাম্রাজ্য বিস্তার করছে রিলায়েন্স। বাকিদের পিছনে ফেলে এগিয়ে যাবার জন্য তাদের তরফ থেকে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ।

এবারে জানা গেলো জনপ্রিয় অনলাইন রিটেল ফার্নিচার কোম্পানি আরবান লেডার অধিগ্রহণ করল তারা। এরজন্যে রিলায়েন্স এর খরচ পড়লো ২৪.৪ মার্কিন ডলার। অর্থনৈতিক মহল মনে করছে রিলায়েন্স এর এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ। আরবান ল্যাডর অন্যতম জনপ্রিয় রিটেল ফার্নিচার চ্যাইন। এই সংস্থা অধিগ্রহণের ফলে সহজেই নিজেদের ব্যবসা আরো প্রসারিত করতে পারবে রিলায়েন্স । জানা গিয়েছে আরবান ল্যাডার এ লগ্নিকারী হিসেবে রয়েছে একের পর এক সংস্থা। তবে তার পরেও সব নিয়ম মেনে এই সংস্থাটি অধিগ্রহণ করল রিলায়েন্স। এখনো এই সংস্থার কিছুটা অংশ অধিগ্রহণ করা বাকি রয়েছে । মনে করা হচ্ছে বাকিটাও অধিগ্রহণ করতে চলেছে রিলায়েন্স। জানা গিয়েছে ২০৩০ সালের মধ্যে এই সংস্থায় ৭৫০ মিলিয়ন বিনিয়োগের ভাবনা রয়েছে তাদের।